মুকুল রায় গদ্দার নন, পুরোনো পোস্টের সাফাই দিলেন দেবাংশু
তৃণমূল ছাড়ছেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)? শুক্রবার এমনই জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। মুকুলের প্রত্যাবর্তনের মাঝে আচমকা দেবাংশুর দল ছাড়ার জল্পনা কেন? জবাব লুকিয়ে দু’ বছরের পুরনো এক পোস্টে।
প্রায় চার বছরের মাথায় BJP ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরলেন মুকুল রায় (Mukul Roy)। সঙ্গে গেরুয়া শিবিরের হাত ছেড়ে বাবার পথেই জোড়াফুলে শুভ্রাংশু রায়ও। দলত্যাগীদের প্রত্যাবর্তন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রভূত জনপ্রিয় তৃণমূল কংগ্রেস সদস্য দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্য নিয়ে নতুন করে তৈরি হল বিতর্ক। গত ২৭ মে ২০১৯ সালে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, পাল্টি খাওয়া দলবদলুদের ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দলে ফেরানো হলে তিনি অন্য দলকে সমর্থন করবেন। শুক্রবার BJPর সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সপুত্র তৃণমূলে ফিরে আসার পর ফের ভাইরাল এই যুব নেতার সেই বক্তব্য। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বাণ, তবে কী এবার তৃণমূল ছাড়ছেন দেবাংশু ভট্টাচার্য? এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন তৃণমূলের তরুণ নেতা ।
মুকুলের দলে যোগদানের পর তৃণমূল ত্যাগ প্রসঙ্গ নিয়ে দেবাংশুর দাবি, তাঁর ওই পোস্টটি কোনওভাবেই মুকুল রায় সম্পর্কে ছিল না। কারণ, তিনি ২০১৭ সালেই তৃণমূল ছেড়ে BJPতে চলে গিয়েছিলেন। লোকসভা ভোটে BJPর সাফল্য কোনওভাবেই তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেনি। তাই ২৭ মে-এর পোস্টে পাল্টি খাওয়া দলবদলুদের বলতে দেবাংশু যাদের বুঝিয়েছিলেন মুকুল রায় সেই দলে পড়েন না। একইসঙ্গে তাঁর সাফাই, ‘তৃণমূলের এক সাধারণ সমর্থকের মান অভিমান ছিল সেদিনের পোস্ট। তখনও আমি তৃণমূল সদস্য ছিলাম না। ৪ জুন ২০১৯-এ আমি সরকারিভাবে তৃণমূল সদস্য হই। তাই তাঁর আগের করা মন্তব্যের দায় এখন আমার নয়।’
তবুও প্রশ্ন এখানেই থেমে থাকছে না। বঙ্গ রাজনীতির অন্দরের খবর বলছে, প্রত্যাবর্তনের মিছিল এখানেই শেষ নয়, একুশের ভোটের আগে যেভাবে দফায় দফায় জোড়াফুল শিবিরের রক্তক্ষরণ হয়েছিল সেভাবেই পদ্মশিবির থেকে আরও কিছু নেতাক্ষয়ই বাংলা রাজনীতির ভবিতব্য। সেক্ষেত্রে দলবদলুদের নিয়ে দেবাংশুর অবস্থান কী হবে? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রথমেই তৃণমূলের এই তরুণ নেতা জবাবে বলেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন, যাঁরা গদ্দারি করেছেন, চরমপন্থী, নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাঁদের নেব না। নেত্রী দলের কর্মীদের আবেগ ভালোই বোঝেন’।
মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে দেবাংশু নিজের খেলা শুরু গানের লাইন উদ্ধৃত করে বলেন,’রিটার্ন টিকিট কাটবে যবে…। খেলা তো এখন মধ্যগগনে। ২০১৪ সালের পর BJPর কোনও কেন্দ্রীয় নেতা দলত্যাগ করে অন্যদলে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের এটা ক্রেডিট যে BJPর সর্বভারতীয় সহ সভাপতি, কেন্দ্রীয় নেতা তাদের দল ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন।’ তবে দেবাংশুর জবাবেও শেষ হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তরজা। তাঁকে নিশানা করে বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবী সৌরভ পালোধি বলেন, ‘তৃণমূলের যুব মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন যে গদ্দাররা দল ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁরা যদি ফিরে আসেন তাহলে দল ছেড়ে দেবেন। কে আসবেন, কে যাবেন এটা ভীষন মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই ছোটবেলায় ক্রিকেটের খেপ খেলার মতো। মজার অথচ কষ্টের বিষয়।’