কলকাতা বিভাগে ফিরে যান

কোটালের জলোচ্ছাসে ভেসে গেল বঙ্গ বিজেপির তরী, তৃণমূলে প্রত্যাবর্তন মুকুলের

June 11, 2021 | 2 min read

সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে ‘ঘর ওয়াপসি’ করলেন মুকুল রায়। সপুত্র তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দিলেন তাঁর পুরোনো দলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুকুল (Mukul Roy) এবং শুভ্রাংশুর রায় (Subhranshu Roy) তৃণমূলে যোগ দিলেন।

মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় সাম্প্রতিক কালে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারবে তৃণমূল (TMC)। কারণ, তৃণমূল থেকে বিজেপি-তে ওজনদার নেতাদের যাওয়া শুরু হয়েছিল মুকুলকে দিয়েই। তাঁর পর একে একে জোড়াফুল থেকে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন অর্জুন সিংহ, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়রা। আর ভোটের আগে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মুকুল তৃণমূলে ফিরে এলে তাঁদের কাছেও একটা বার্তা যাবে। যেমন রাজনীতিক মহলে জোরাল সঙ্কেত দেওয়া যাবে এই মর্মে যে, তৃণমূল থেকে গিয়ে বিজেপি-র সঙ্গে ঘর করা যায় না।

লাইভ আপডেট

৪.৫৪: মুকুল রায়: দেখা যাক আর‌ও কতজন আসবেন। অনেকেই আসবেন। দেখা যাক।

৪.৫৩: মমতা বন্দ্যোপাধ্যায়: যারা নির্বাচনের আগে দলকে বদনাম করে, দল বিরোধী কথা বলে, টাকার জন্য অন্য দলে গিয়েছিল তাদের ফেরত নেয়া হবে না।

৪.৫২: মমতা বন্দ্যোপাধ্যায়: মুকুল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন। উনি এখন মনে করছেন তিনি ওই দলে কাজ করতে পারছেন না। আগামী দিনে আরও বিজেপি নেতা আসবেন।

৪.৫১: মমতা বন্দ্যোপাধ্যায়: মুকুল রায় কি কি পদ দেওয়া হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দল একটি সংযুক্ত পরিবারের মতো।

৪.৫০: মমতা বন্দ্যোপাধ্যায়: বিজেপিকে জিজ্ঞেস করুন অন্যান্য জায়গায় কেন অন্য দল ভাঙাচ্ছে। আমরা কোন‌ও দল ভাঙাচ্ছি না। আমাদের প্রয়োজন নেই। মুকুল স্বেচ্ছায় এসেছে আমাদের দলে। কেন বিজেপি কোটি কোটি টাকা খরচ করে দল ভাঙায়?

৪.৪৯: মমতা বন্দ্যোপাধ্যায়: মুকুল কিন্তু নির্বাচনের সময় আমাদের দল বিরোধী কথা একটাও বলেনি। যারা নির্বাচনের সময় দলের ক্ষতি করতে অন্য দলে গেছে, গদ্দারি যারা করেছে, যারা নিম্ন রুচির পরিচয় দিয়েছে তাদের আমরা দলে নেব না।

৪.৪৬: মুকুল রায়: বাংলার এখন যা পরিস্থিতি কেউ বিজেপিতে থাকবে না। আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ কোন‌ও দিন ছিল না, আগামীদিনেও থাকবে না।

৪.৪৫: মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের দল অলরেডি শক্তিশালী। বিপুল জয় পেয়েছি আমরা। মুকুল আমাদের পুরনো ছেলে। ওকে চমকে ধমকে রেখেছিল। বিজেপি ছেড়ে মুকুল বোধহয় নিজেই স্বস্তি পেল। বিজেপি করা যায় না।

৪.৪১: মুকুল রায়: এই ঘরে আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে। পুরনো লোকেদের সাথে আমার দেখা হচ্ছে। আমার ভালো লাগছে বিজেপি থেকে বেরিয়ে এসে, নতুন আঙিনায় আমি সবার সাথে কথা বলছি।

বাংলা আবার নিজের জায়গায় ফিরে এসেছে। সবাইকে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনে ভারতকে নেতৃত্ব দেবেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি।

আমি বিস্তারিতভাবে লিখিতভাবে জানাব কেন আজকে আমি বিজেপি করব না সিদ্ধান্ত নিলাম।

৪.৪০: মমতা বন্দ্যোপাধ্যায়: মুকুল রায় কে আমরা স্বাগত জানাচ্ছি। মুকুলের যদি কিছু বলার থাকে, বলবার জন্য অনুরোধ জানাবো।

৪.৩৯: পার্থ চট্টোপাধ্যায়: আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানাচ্ছি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। তিনি আমাদের দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। নেত্রীর অনুমতি নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি। তার সাথে এসেছেন শুভ্রাংশু রায়। তাকেও স্বাগত জানাচ্ছি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #mukul roy

আরো দেখুন