তৃণমূলে ফিরেই টুইটার প্রোফাইল বদল মুকুলের
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ তৃণমূলে ফিরেছেন একদা দলের সেকন্ড-ইন-কম্যান্ড মুকুল রায় (Mukul Roy)। বিজেপি ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন গতরাতেই। আজ সকালের পর থেকে ক্রমশ জল্পনার রেশ স্পষ্ট হচ্ছিল। তারপর বিকেলে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে ৩ বছর ৯ মাস পর তৃণমূলে ফেরেন তিনি। সাথে ছেলে শুভরাংশু রায়ও ফেরেন।
তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে দেখা হতেই ‘ভুল হয়ে গেছে’ বলে ক্ষমা চেয়ে নেন তিনি। আর তাতেই মিটে যায় সব অভিমান- দূরত্ব। মমতার কথায়, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে।’
আর তৃণমূলে ফেরার সাথে সাথেই টুইটারে (Twitter) প্রোফাইল বদলালেন মুকুল রায়। যেখানে আজ সকাল অবধিও বিজেপির লোগো এবং ‘আর নয় মমতা’- র কভার ছবি জ্বলজ্বল করছিল, এখন সেখানে আজ তৃণমূলে (TMC) যোগদানের ছবি। মমতা, অভিষেকের পাশে বসা ছবি দিয়ে মুকুল রায় বায়োতে লিখলেন, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’।