রাজ্য বিভাগে ফিরে যান

মুকুল রায়ের ঘর ওয়াপসিতে ক্ষতি বিজেপির, বিতর্কিত মন্তব্য দুই বিজেপি নেতার

June 12, 2021 | < 1 min read

গতকাল ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। এককালের হেভিওয়েট তৃণমূল নেতার ‘ঘর-ওয়াপসি’ নিয়ে বঙ্গ বিজেপি যে আচমকা চাপে পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। রাজ্য নেতৃত্বের তরফে মুখে স্বীকার করা না হলেও স্বীকার করে ফেলছেন কেউ কেউ। যেমন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ইতিমধ্যেই এমন মন্তব্য করেছেন যা গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াবে। 


বিশ্বজিৎ মন্তব্য করলেন, মুকুল রায়ের চলে যাওয়া নিঃসন্দেহে দলের ক্ষতি করবে। শুধু তাই নয়, বিতর্ক বাড়িয়ে বাগদার বিজেপি বিধায়ক বললেন, মমতা ব্যানার্জি তাঁকে স্নেহের চোখে দেখেন এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। বিশ্বজিতের কথায়, মুকুল রায়ের সঙ্গেও তাঁর পারিবারিক সম্পর্ক । এর সঙ্গে কোনও রাজনৈতিক বিষয় জড়িয়ে নেই। তিনি একথা বললেও বিতর্ক থামছে না। 


নোয়াপাড়ার প্রাক্তন বিজেপি বিধায়ক সুনীল সিংহ কী বলছেন? তাঁর মন্তব্যও কম জল্পনা উস্কাবে না। সুনীল বলেন, মুকুল রায় বড়মাপের নেতা। তাঁর চলে যাওয়ায় বিজেপির ক্ষতি হবে। সুনীল আরও বলেন, মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে এসেছিলেন তিনি। এখন তাঁর অবস্থান নিয়ে তাই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।      

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy

আরো দেখুন