দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত দলিত কন্নড় কবি, শোকজ্ঞাপন মমতার

June 12, 2021 | < 1 min read

প্রয়াত দলিতকবি এবং সমাজকর্মী সিদ্দালিঙ্গায়া। মৃত্যুর সময় ৬৭ বছর বয়স হয়েছিল তাঁর। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই কন্নড় কবির।

শারিরীক অবস্থার অবনতি হওয়ায় ২ মে তাঁকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর অবস্থার আরও অবনতি হলে ৫ মে মণিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫৪ সালের ৩ ফেব্রুয়ারী জন্ম এই কবি বিশেষত দলিত-বোন্দায়া আন্দোলনে অংশগ্রহণের জন্যে পরিচিত। কন্নড় সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। কন্নড়ের দলিতদের কণ্ঠস্বর ছিলেন তিনি।

কবির মৃত্যুতে টুইটারে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, দলিত রাজনীতি এবং তাঁদের অধিকারের লড়াইয়ে সিদ্দালিঙ্গায়ার ভূমিকা অনস্বীকার্য। এটি একটি অপূরণীয় ক্ষতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#poet, #Siddalingaiah, #Kannada, #Mamata Banerjee

আরো দেখুন