কলকাতা বিভাগে ফিরে যান

নন্দীগ্রামের মামলা এবার অন্য বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন মমতা আইনজীবির

June 18, 2021 | < 1 min read

নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাসে কেন? প্রশ্ন তুলে হাই কোর্টে বিক্ষোভ আইনজীবিদের একাংশের। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মামলা যে বিচারপতির এজলাসে দেওয়া হয়েছে, সেই কৌশিক চন্দ আগে বিজেপির ‘সক্রিয় সদস্য’ ছিলেন। তাই তাঁর এজলাসে নন্দীগ্রাম মামলা উঠলে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

নন্দীগ্রাম মামলা বিচারপতি চন্দের এজলাসে পাঠানোর প্রতিবাদে মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবিরা। পোস্টারে লেখা ছিল, “বিচারব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না”। তৃণমূলের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এবার মামলাটিকে অন্য বেঞ্চে সরিয়ে নেওয়ার জন্যে আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবি। এই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের মুখ্যবিচারপতিকে চিঠিও লিখেছেন। বিচারের নিরপেক্ষতা বজায় রাখতে মামলা অন্য বেঞ্চে স্থানান্তরিত করার আবেদন করেছেন। বিচারপতি কৌশিক চন্দের সাথে বিজেপির যোগের বিষয়টিও এদিন চিঠিতে তুলে ধরেছেন ওই আইনজীবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #calcutta high court, #Nandigram

আরো দেখুন