কলকাতা বিভাগে ফিরে যান

বড় ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ আলিপুরদুয়ার জেলা সভাপতির

June 21, 2021 | < 1 min read

এ যেন উলটপুরান! মাস কয়েক আগে দল ভাঙনের যে যন্ত্রণায় জেরবার ছিল তৃণমূল (TMC), এখন বিজেপির (BJP) দুয়ারে সেই একই বিপদ। গেরুয়া শিবির ছেড়ে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (GangaPrasad Sharma) এলেন ঘাসফুল শিবিরে। সূত্রের খবর, গঙ্গাপ্রাসাদের পর শিবির বদল করতে পারেন জেলার বেশ কয়েকজন বিজেপি বিধায়কও।

আজ দুপুরে তৃণমূল ভবনে দলের পতাকা তুলে নেন গঙ্গাপ্রসাদ। উপস্থিত ছিলেন মুকুল রায়(Mukul Roy), সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Ray), ব্রাত্য বসু (Bratya Basu)।

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ভোটেই আলিপুরদুয়ারে মাটি শক্ত করেছে বিজেপি। ওই আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। একুশের কুরুক্ষেত্রেও ওই জেলায় বিজেপির আধিপত্য কায়েম হয়েছে। বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের ৫টি বিধানসভার মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি।

২০১৫ সাল থেকে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন গঙ্গাপ্রসাদ শর্মা। জেলায়  দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তিনি। এর মাঝে এই ভাঙন নড়বড়ে করে দিল দলকে। যদিও গঙ্গাপ্রসাদ শর্মার দলত্যাগকে গ্রাহ্য করতে নারাজ বিজেপি নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#alipurduar, #tmc, #bjp

আরো দেখুন