আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

লাহোরে হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণ, নিহত ২

June 23, 2021 | < 1 min read

পাকিস্তানের লাহোরে (lahore) বসতি এলাকায় বিস্ফোরণ। প্রাণ হারালেন ৩ জন। আহত অন্তত ১৭ জন। লাহোর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পড়ে। পাঞ্জাব প্রদেশের পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে নিষিদ্ধ সংগঠন লস্কর–ই–তইবা, জামাত–উদ–দাওয়া (‌জেইউডি)‌ প্রধান হাফিজ সইদের বাড়ি। ২০০৮ মুম্বই হামলার নেপথ্যে রয়েছে এই হাফিজ সইদ।

পাঞ্জাব পুলিশের আইজি ইনাম ঘানি জানিয়েছেন, বিস্ফোরণের (blast) সময় সইদের বাড়িতে পুলিশি প্রহরা ছিল। তিনি আরও বলেছেন, যারা পাকিস্তানের শান্তি সহ্য করতে পারে না, তারাই এসব করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদার ঘটনার রিপোর্ট তলব করেছে।

বুধবার সকালে লাহোরের জোহর টাউনে বসতি এলাকায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণ কীভাবে হয়েছে, জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। ভিডিওতে দেখা গিয়েছে, বিকট শব্দে বিস্ফোরণের পরেই আশপাশের বহু বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। বেশ কিছু বাড়ির অংশই ধসে গিয়েছে। বিস্ফোরণস্থলের কাছেই রয়েছে একটি হাসপাতালও।

উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, সিলিন্ডার ফেটে নাকি গ্যাসের পাইপ ফেটে এ রকম বিস্ফোরণ হয়েছে বোঝা যাচ্ছে না। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Blast, #lahore

আরো দেখুন