রাজ্য বিভাগে ফিরে যান

ষড়যন্ত্র করে বাংলায় নিয়োগ আটকানো হচ্ছে, অভিযোগ দেবাংশুর

June 30, 2021 | 1 min read

উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) । গত ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের (Interview) তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয়। তালিকায় দুর্নীতির অভিযোগ, এসএসসি-র (SSC) নিয়মভঙ্গের অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা (Jobseekers)। তালিকা তৈরিতে স্বজনপোষণ, কম নম্বর পেয়েও তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেন চাকরিপ্রার্থীরা। আর সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।

এই নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে আজ বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ‘যখনই নিয়োগ হচ্ছে, তখনই কোর্টে মামলা করে দিচ্ছে। ৩-৪ বছর ধরে এটা চলছে। যারা করছে, তারা অন্যায় করছে, ‘যারা মামলা করছে, তারা কারা? সমাজের বন্ধু? এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়।’

এবার এবিষয়ে সুর চড়ালেন তৃণমূলের (TMC) যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বাংলায় নিয়োগ রোধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। টুইটারে একটি হোয়াটস্যাপ গ্ৰুপের বেশি কিছু চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। যেখানে চাকরি প্রার্থীদের কেস করার জন্যে প্ররোচনা দেওয়া হচ্ছে। সেই স্ক্রিনশটে দেখা যায় কেস বিষয়ক সব তথ্যও দেওয়া হচ্ছে সেই গ্ৰুপ চ্যাটে। এমনকি এও বলা হচ্ছে যারা হাইকোর্টে মামলা করতে আসতে পারবেন না, তাঁরা ডিটিডিসি মারফৎ প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিলে তাঁদের হয়ে মামলা করে দেওয়া হবে।

দেবাংশু লেখেন, ‘আবারও বাংলায় নিয়োগ বন্ধের ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবকদের হাতে চাকরি তুলে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একদল রাজনৈতিক দুর্বৃত্ত আশাবাদীদের স্বপ্নকে হত্যা করছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Recruitment, #Debangshu Bhattacharya

আরো দেখুন