রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশ্যে সুদীপ্ত সেনের চিঠি? কুনালের নিশানায় শুভেন্দু অধিকারী

July 3, 2021 | < 1 min read

সারদার মালিক সুদীপ্ত সেনের চিঠি জেলে বসে লেখা (যার সত্যতা যাচাই করা হয়নি) প্রকাশ্যে এনে এ বার শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটারে চিঠিটি প্রকাশ করে কুণাল জানিয়েছেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি অভিযোগ তুলেছেন এবং শুভেন্দুর গ্রেফতারির দাবি জানাচ্ছেন।

শনিবার টুইটারে চিঠিটি প্রকাশ করে কুণাল লিখেছেন, ‘সারদার মালিক সুদীপ্ত সেনের বক্তব্য: তাঁর অভিযোগ, শুভেন্দু এবং তাঁর সহযোগী রাখাল (এখন জেল হেফাজতে) বিপুল টাকা নিয়েছিলেন। পুলিশ, ইডি এবং সিপিআই-এর উচিত রাখালকে জেরা করা। তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দুকে অবশ্যই গ্রেফতার করতে হবে।’


গত ডিসেম্বরে প্রেসিডেন্সি জেল থেকে সারদা কর্তা ওই চিঠি লিখেছিলেন বলে দাবি। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের উদ্দেশে লেখা ওই চিঠিতে সুদীপ্ত বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের শীর্ষ স্তরের কয়েক জন নেতার বিরুদ্ধে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। কুণালের দাবি, শুভেন্দু এবং তাঁর ঘনিষ্ঠ রাখাল বেরা বহু টাকা নিয়েছেন সূদীপ্তের থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Kunal Ghosh

আরো দেখুন