খেলা বিভাগে ফিরে যান

উইম্বলডনের ফাইনালে জকোভিচ, ফেডেরার-নাদালকে ছোঁয়ার অপেক্ষা

July 10, 2021 | < 1 min read

ঝড়ের গতিতে উইম্বলডনের (wimbledon) ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (novak djokovic)। সেমিফাইনালে শীর্ষ বাছাই তারকা স্ট্রেট সেটে উড়িয়ে দেন দশম বাছাই ডেনিস শাপোভালোভকে।

হারলেও বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকার বিরুদ্ধে তিনটি সেটেই লড়াই চালান ডেনিস। কানাডার ২২ বছরের তরুণ প্রথম টেস্ট টাই-ব্রেকারেও টেনে নিয়ে যান। তবে বড় মঞ্চের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করেন জকোভিচ। ২ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে নোভাক ম্যাচ জেতেন ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৫ সেটে।

 গত দু’বার চ্যাম্পিয়ন জকোভিচ এই নিয়ে টানা তিনবার উইম্বলডনের ফাইনালে উঠলেন। সব মিলিয়ে মোট ৭ বার (২০১১, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১) তিনি উইম্বলডনের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেন।

সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে রজার ফেডেরার (২০) ও রাফায়েল নাদালকে (২০) ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন জকোভিচ। আপাতত নোভাকের ঝুলিতে রয়েছে ১৯টি মেজর ট্রফি। এবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রাফা-রজারের সঙ্গে একাসনে বসে পড়বেন জোকার।

এই নিয়ে মোট ৩০ বার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন জকোভিচ। তিনি ৯ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল উঠে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছেন। ৬ বার ফরাসি ওপেনের ফাইনালে উঠে খেতাব জিতেছেন ২ বার। উইম্বলডনে এর আগে ৬ বার ফাইনালে উঠে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা। যুক্তরাষ্ট্র ওপেনে ৮ বার ফাইনালে উঠে খেতাব হাতে তুলেছেন ৩ বার।

 এবার উইম্বলডনের ফাইনালে ইতালির মাতেয়ো বেরেত্তিনির মুখোমুখি হবেন জকোভিচ।

TwitterFacebookWhatsAppEmailShare

#wimbledon 2021, #novak djokovic

আরো দেখুন