টুইটারে তৃণমূল, মুকুলকে ফলো করলেন বাবুল, শুরু নতুন জল্পনা
নরেন্দ্র মোদি সরকারের নতুন মন্ত্রিসভা থেকে নাম বাদ পড়েছেন ৭ বছরের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সেই মন্ত্রিত্ব হারানোর পরের দিন থেকেই একের পর এক ফেসবুক পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবুল। এমনকী মন্ত্রিত্ব হারানোর পর থেকেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সংঘাত বারবার প্রকাশ্যে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজনীতির থেকে গান নিয়ে বেশি ‘মন’ দিয়েছেন আসানসোলের সাংসদ, কিন্তু তাতেও মাঝেমধ্যেই বেরিয়ে পড়ছে তাঁর হতাশা।
সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই বেসুরো হচ্ছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপির সাথে ধীরে ধীরে দূরত্ব বাড়ছিল তাঁর। এরই মাঝে এক নতুন জল্পনা। বাবুল নাকি তৃণমূলের কাছাকাছি আসার চেষ্টা করছেন। অন্তত তাঁর টুইটার হ্যান্ডেল তো তাই বলছে। সম্প্রতি বাবুল সুপ্রিয় তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এবং মুকুল রাতে টুইটার হ্যান্ডেল ফলো করেছেন। তাহলে কি দল বদলের পথে বাবুলও? এখন এই প্রশ্নেই জেরবার রাজ্য রাজনীতি।