চেয়ারম্যান পদ ছাড়লেও সদস্য পদে ইস্তফা নয় কেন? বিজেপিকে খোঁচা পার্থর
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণার পর থেকে শাসক-বিরোধী সংঘাত আরও বেড়েছে। যারপরই বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি (BJP) বিধায়করা। যা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার জন্য বিজেপিকে আবেদন করেছেন তিনি।
বিধানসভার পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যে সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ছিল, পিএসি চেয়ারম্যান পদ তাদের দেওয়া হোক। কিন্তু স্পিকার সব দিক বিবেচনা করেই মুকুল রায়ের উপর দায়িত্ব অর্পণ করেছেন। তৃণমূলের ব্যাখ্যা, খাতায়-কলমে মুকুল এখনও বিজেপির বিধায়ক। দেখা গিয়েছে, মঙ্গলবার আট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি বিধায়করা। এই চেয়ারম্যান পদ ছেড়ে বিজেপি কৌশল নিয়েছে তৃণমূলের উপর চাপ তৈরি করতে। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল (TMC)। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, চেয়ারম্যান পদ ছাড়লেও বিজেপি বিধায়করা ওই কমিটির সদস্য আছেন। ফলে বিপ্লব দেখানোর হলে তাঁরা সদস্য পদটাও ছাড়ুন। স্ট্যান্ডিং কমিটির সদস্য থাকব অথচ দায়িত্ব পালন করব না, এটা হয় নাকি? তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি বিধায়করা কমিটির সদস্য থাকবেন, ভাতা পাবেন, অথচ চেয়ারম্যান পদ নেবেন না, এটা হাস্যকর। পার্থবাবু বলেছেন, জেলা থেকে আসা নতুন মুখ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবার সুযোগ পেতেন। সেই সুযোগ থেকে বঞ্চিত করা হল। এখানেই পরিষদীয় মন্ত্রীর পরামর্শ, ওঁরা চেয়ারম্যান থাকুন, সেটাই আমি চাই। একবছরের জন্য কমিটি। ফলে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে কমিটির চেয়ারম্যান হিসেবে আসুন বিজেপি বিধায়করা।
পাল্টা বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার বক্তব্য, যেহেতু পিএসি (PAC) চেয়ারম্যানের বিষয় ছিল, তাই আমরাও চেয়ারম্যান পদ ছেড়েছি। তাই সদস্য পদ ছাড়ার বিষয় নেই। আর সরকার পক্ষ যদি পিএসি চেয়ারম্যান পদ আমাদের দেয়, তবেই আমরা বাকি কমিটির চেয়ারম্যান পদের ইস্তফা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করব।