২৪- এর মহাযুদ্ধের দাম বাজিয়ে টুইটারে ভাইরাল #AbkiBaarDidiSarkar
একুশের বিধানসভা ভোটে বাংলায় বিপুল আসন নিয়ে তৃতীয়বারের জন্যে ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। মোদী-অমিত শাহ প্রচারে ঝড় তুললেও আসেনি জয়।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য দিল্লির মসনদ দখল। মোদীকে (Narendra Modi) সরিয়ে দিল্লি দখলের ছক ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছেন মমতা। রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক সেরেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে।
আর সেই জল্পনার আগুনেই ঘি ঢালল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। ২০২৪-এ দিল্লির মসনদ দখলের লক্ষ্যে প্রচার শুরু করল তৃণমূল। তাই দিল্লি যাওয়ার দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরল দল। ট্যুইটারে হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরা হল একটি ব্যানার, যার স্লোগান #abkibardidisarkar। সেই হ্যাশট্যাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের পোস্টার দিয়ে টুইট করলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক।
প্রসঙ্গত, এবারের দিল্লি সফরে মমতা বৈঠক করবেন একাধিক বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে। জোট বেঁধে মোদীকে কোণঠাসা করার লক্ষ্যেই প্রায় দুবছর পর রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, এনসিপি (NCP) নেতা শরদ পওয়ার-সহ শীর্ষ বিরোধী নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতার। ২০২৪ লোকসভা ভোট নিয়ে প্রস্তুতিতে যে কোনও খামতি চান না মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর থেকে সে কথা স্পষ্ট। এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন দিল্লি দখলের।