দেশ বিভাগে ফিরে যান

সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চাই, যৌথ বিবৃতে দিল ১৪ বিরোধী দল

August 4, 2021 | < 1 min read

পেগাসাস (Pegasus) ইস্যুতে সংসদে জোরদার হাঙ্গামা জারি রয়েছে। সরকারপক্ষকে দফায় দফায় আক্রমণ করে চলেছে। আজ সংসদে পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি ও সংসদের অচলাবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে যৌথ বিবৃতি দেয় ১৪টি বিরোধী দল।

বিরোধী ১৪টি দলের মধ্যে রয়েছে, কংগ্রেস (Congress), ডিএমকে(DMK), এনসিপি(NCP), শিবসেনা(ShivSena), আরজেডি(RJD), সমাজবাদী পার্টি(Samajwadi Party), সিপিআইএম(CPIM), সিপিআই(CPI), এনসি(NC), আপ(AAP), আইইউএমএল(IUML), আরএসপি(RSP), এলজিডি(LGD) এবং তৃণমূল(TMC)।

বিবৃতে বলা হয়েছে, পেগাসাস ইত্যাদির পাশাপাশি কৃষক আন্দোলন ও নতুন কৃষি আইন নিয়েও আলোচনা চাইছেন বিরোধীরা।

এই বিবৃতিতে কংগ্রেসে হয়ে সই করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তৃণমূলের হয়ে সই করেছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien) এবং কল্যাণ ব্যানার্জি (Kalyan Banerjee)।

বিবৃতিতে সরকার পক্ষকে সংসদের গণতন্ত্র ও আলোচনাকে মেনে নেওয়া জন্য আবেদন জানায় হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Parliament, #opposition, #tmc, #DMK, #shivsena, #Pegasus, #joint statement

আরো দেখুন