শুরু হল আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া

আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হল। এই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারিত্ব রয়েছে এলআইসির কাছে। বাকিটা কেন্দ্রীয় সরকারের হাতে। সরকার এবং এলআইসি উভয় পক্ষই আইডিবিআই ব্যাঙ্কের মালিকানা হস্তান্তর করবে বলে নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। আপাতত স্থির হয়েছিল ২৬ শতাংশ মালিকানা বিক্রি করা হবে। কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিংহভাগ বিক্রির চূড়ান্ত অবস্থানও নেওয়া হতে পারে আবেদনের বহর দেখে। আর্থিক প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্কগুলির কাছেও আবেদনপত্র চাওয়া হবে।
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার জন্য একটি আর্থিক তথা তথ্য প্রযুক্তি সংস্থাকে সহায়ক হিসেবে নিয়োগ করা হবে বলে আগেই স্থির হয়েছিল। বুধবার কেপিএমজি তথ্য প্রযুক্তি সংস্থাকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে, যারা এই বিক্রি এবং হস্তান্তর প্রক্রিয়া রূপায়ণ করবে। এই সংস্থাকে বলা হচ্ছে ‘ট্র্যানজাকশন অ্যাসিস্ট্যান্ট’। সাতটি বেসরকারি সংস্থা এই দায়িত্ব পাওয়ার দৌঁড়ে ছিল। অবশেষে কেপিএমজি সরকারের থেকে সবুজ সংকেত পাচ্ছে।
এখন ভারত সরকারের কাছে আইডিবিআই ব্যাঙ্কের ৪৫ শতাংশ অংশীদারিত্ব আছে। ৪৯ শতাংশ মালিকানা রয়েছে এলআইসির কাছে। তবে ঠিক কতটা মালিকানা বিক্রি করা হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট।
২০১৯ সালের জানুয়ারি মাসে এলআইসি সংস্থা আইডিবিআই ব্যাঙ্কের সিংহভাগ অংশীদারিত্ব গ্রহণ করেছিল। ঠিক এক বছরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় এই ব্যাঙ্ক বিক্রি করে দেওয়া হবে। শুধু ব্যাঙ্ক নয়, এলআইসির শেয়ারও বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও দুটি ব্যাঙ্ক ও একটি বিমা সংস্থাকে বিক্রি করা হবে। এই বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক এবং এলআইসিকে দিয়ে।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন ঘোষণা করেছে। ৬ লক্ষ কোটি টাকার এই প্রকল্পে বন্দর, সড়ক, এয়ারপোর্ট, টেলিকম, অয়্যারহাউসের পরিকাঠামো উন্নয়নের জন্য তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। অন্যদিকে সরাসরি বিলগ্নিকরণের তালিকায় আছে একঝাঁক রাষ্ট্রায়ত্ত সংস্থা ও ভারত পেট্রলিয়াম।