প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ চন্দন মিত্র। বুধবার গভীর রাতে মারা যান তিনি। ‘দ্য পাইওনিয়ার’ পত্রিকার প্রধান সম্পাদক এবং কার্যনির্বাহী নির্দেশক ছিলেন তিনি।
Since it is already out there; Dad passed away late last night. He had been suffering for a while.
২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন তিনি। এরপর মধ্য প্রদেশ থেকে বিজেপির সাংসদ হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে হুগলী কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দন মিত্র।