খেলা বিভাগে ফিরে যান

নভেম্বরে প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল – মোহনবাগান, দেখুন আইএসএলের সূচি

September 13, 2021 | 2 min read

ঘোষণা হয়ে গেল আগামী মরশুমের আইএসএল-এর প্রথম ১১ রাউন্ডের সূচি। আগামী ২৭ নভেম্বর প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে হবে সেই খেলা। সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে সেই খেলা। এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান, দু’দলের কাছেই এটি দ্বিতীয় ম্যাচ হতে চলেছে।আইএসএল-র শুরুর দিকে এটিকে মোহনবাগানকে খেলতে চায়নি এসসি ইস্টবেঙ্গল। অন্তত পাঁচ-ছ’টি ম্যাচ পরে কলকাতা ডার্বির সূচি দেওয়া হোক, এই মর্মে আবেদনও করা হয়েছিল আয়োজকদের কাছে। তবে ধোপে টিকল না সেই আবেদন। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই গত বারের আইএসএল ফাইনালিস্টদের খেলতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে। প্রত্যাশামতোই এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের আইএসএল। ১৯ নভেম্বর ফতোরদা স্টেডিয়ামে হবে সেই খেলা। দু’দিন পর, অর্থাৎ ২১ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। তিলক ময়দানের তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।

ধারেভারে এমনিতেই এসসি ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। শুধু তাই নয়, সূচি অনুযায়ী প্রতিপক্ষের থেকে দু’দিন অতিরিক্ত বিশ্রাম পেয়েও নামতে পারবে তারা। এটিকে মোহনবাগান যেখানে প্রথম ম্যাচ খেলার পর আটদিন সময় পাবে, সেখানে এসসি ইস্টবেঙ্গলের হাতে সময় মাত্র ছ’দিন। ফলে সবুজ-মেরুন ফুটবলাররা যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে চলেছেন তা নিয়ে সন্দেহ নেই।

এ বারের আইএসএল-এ প্রথম রাত সাড়ে ন’টা থেকে ম্যাচ রাখা হয়েছে। এর আগে এত রাতে ভারতের ঘরোয়া ফুটবলে কোনওদিন কোনও ম্যাচ শুরু হয়নি। ২৭ নভেম্বর মুম্বই সিটি এফসি খেলবে হায়দরাবাদ এফসি-র বিপক্ষে।

এটিকে মোহনবাগানের সূচি: কেরল ব্লাস্টার্স (১৯ নভেম্বর, সন্ধে ৭.৩০), এসসি ইস্টবেঙ্গল (২৭ নভেম্বর, সন্ধে ৭.৩০), মুম্বই সিটি এফসি (১ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), জামশেদপুর এফসি (৬ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), চেন্নাইন এফসি (১১ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), বেঙ্গালুরু এফসি (১৬ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), নর্থইস্ট ইউনাইটেড (২১ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), এফসি গোয়া (২৯ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), হায়দরাবাদ এফসি (৫ জানুয়ারি, সন্ধে ৭.৩০)।

এসসি ইস্টবেঙ্গলের সূচি: জামশেদপুর এফসি (২১ নভেম্বর, সন্ধে ৭.৩০), এটিকে মোহনবাগান (২৭ নভেম্বর, সন্ধে ৭.৩০), ওডিশা এফসি (৩০ নভেম্বর, সন্ধে ৭.৩০), চেন্নাইন এফসি (৩ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), এফসি গোয়া (৭ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), কেরল ব্লাস্টার্স (১২ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), নর্থইস্ট ইউনাইটেড (১৭ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), হায়দরাবাদ এফসি (২৩ ডিসেম্বর, সন্ধে ৭.৩০), বেঙ্গালুরু এফসি (৪ জানুয়ারি, সন্ধে ৭.৩০), মুম্বই সিটি এফসি (৭ জানুয়ারি, সন্ধে ৭.৩০)।

TwitterFacebookWhatsAppEmailShare

#SC East Bengal, #ATK Mohun bagan, #ISL 2020-21, #Kolkata Derby, #ISL

আরো দেখুন