কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর আগেই কলকাতার সকল বাতিস্তম্ভের সংস্কার

September 14, 2021 | < 1 min read

পুজোর আগেই শহর আলোয় ঝলমল করবে। শহরজুড়ে সংস্কার করা হবে ত্রিফলা সহ সমস্ত বাতিস্তম্ভ। লাগানো হবে রঙিন আলোর মালা। 

কলকাতা পুরসভা সূত্রের খবর, শহরের প্রায় তিনহাজার ত্রিফলা আলোকস্তম্ভ সংস্কার করা হবে। চলতি মাসের মধ্যেই সব সংস্কার করে ফেলবে পুরসভা। এছাড়াও প্রতি বছরের মতো এবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা কিংবা পার্ক আলোর মালা দিয়ে সাজিয়ে তোলা হবে। ডালহৌসি স্কোয়ার, ডোরিনা ক্রসিং, প্রিন্স আনোয়ার শাহ রোড, রাসবিহারী অ্যাভিনিউ, শ্যামবাজার সহ শহরের বিভিন্ন জায়গায় রঙিন আলোয় সেজে উঠবে। পাশাপাশি সংস্কার করা হবে খারাপ হয়ে যাওয়া ত্রিফলা বাতিস্তম্ভগুলি। 

পুরসভা সূত্রের খবর, মূলত উত্তর কলকাতায় ত্রিফলাগুলির হাল খুব শোচনীয়।  কাশীপুর, শ্যামবাজার, বাড়বাজার, শোভাবাজার প্রভৃতি এলাকার বহু রাস্তাতেই ত্রিফলা আলোকস্তম্ভের সংস্কার প্রয়োজন। শহরের শতাধিক ছোট-বড় রাস্তায় ত্রিফলার বাতি নতুন করে লাগানো হবে। যেমন—চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কিড স্ট্রিট, ক্যাথিড্রাল রোড, শরৎ বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, রাসবিহারী অ্যাভিনিউ, এস এন রায় রোড এবং দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা ও তারাতলার অনেক রাস্তায়। পুরসভার আলোক বিভাগের এক কর্তা বলেন, অনেক জায়গাতেই বাতিস্তম্ভ থাকলেও আলো জ্বলে না। অনেক জায়গায় বাতিস্তম্ভের বাতি বা তার ঢাকনা চুরি হয়ে গিয়েছে কিংবা ভাঙা রয়েছে। সেগুলি রাস্তা ধরে ধরে সব নতুন করে লাগানো হবে। কোথাও বাতিস্তম্ভ বেকে গিয়েছে কোথাও আবার গাছ পড়ে ভেঙে রয়েছে। এমন ত্রিফলা বাতিস্তম্ভ নতুন করে লাগাতে বলা হয়েছে। পুজোর আগে সব রাস্তায় ত্রিফলা আলো যেন ঝলমল করে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুসারে, আগামী দু-সপ্তাহের মধ্যেই সব সংস্কার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Electric Lamp

আরো দেখুন