উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

চলতি মাসেই ২০ শতাংশ বোনাস পাবেন চা বাগানের শ্রমিকেরা

September 15, 2021 | < 1 min read

উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকরা গত বছরের মতো এবারও ২০ শতাংশ হারে বোনাস পেতে চলেছেন। মঙ্গলবার চা মালিক ও শ্রমিক সংগঠনের দ্বিপাক্ষিক বৈঠকে এই মর্মে চুক্তি সম্পাদিত হয়েছে।

এদিন চা শ্রমিকদের ৩৭টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এনিয়ে দীর্ঘক্ষণ আলোচনায় বসেন মালিক সংগঠনের কর্মকর্তারা। এই চুক্তির ফলে তরাই ও ডুয়ার্সের ১৮৩টি চা বাগানের প্রায় আড়াই লক্ষ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক নগদে এই বোনাস হাতে পাবেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আজ দার্জিলিংয়ের চা বাগানগুলির আরও এক লক্ষ শ্রমিক-কর্মচারীর জন্য একই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক হবে বোনাস নিয়ে। তবে সেক্ষেত্রেও চা শ্রমিকদের বোনাসের সর্বোচ্চ সীমা, অর্থাৎ ২০ শতাংশ দেওয়ার ব্যাপারেই চুক্তি হবে বলে উভয়পক্ষই মনে করছে। এদিন চা শ্রমিক সংগঠনগুলির তরফে শীর্ষস্থানীয় নেতা সিটুর জিয়াউল আলম এখবর জানিয়েছেন। মালিকপক্ষের তরফে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রধান কর্তা অরিজিৎ রাহাও এদিনের চুক্তির বিষয়টি স্বীকার করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bonus, #Tea Garden Workers

আরো দেখুন