হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

‘আমায় মনোনীত করে মমতা সামাজিক বার্তা দিলেন’ অকপট সুস্মিতা দেব

September 20, 2021 | < 1 min read

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিলেন সুস্মিতা দেব। গত বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ফলে রাজ্যসভা সাংসদ হিসেবে পদত্যাগ করেন মানস ভুঁইয়া। তাঁর ছেড়ে যাওয়া আসনটি খালি ছিল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। ওইদিনই গণনা। এই পরিস্থিতিতে আজ দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করেছে তৃণমূল।

কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। অসম এবং ত্রিপুরায় তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। আজ মনোনয়ন জমা দেওয়ার পর দৃষ্টিভঙ্গির সঙ্গে খোলামেলা আলোচনায় সুস্মিতা বলেন, “দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমায় রাজ্যসভায় মনোনীত করে শুধু রাজনৈতিক নয়, একটি সামাজিক বার্তাও দিয়েছেন।”

কংগ্রেস এবং বিজেপির পর তৃণমূলই তৃতীয় কোনও দল হবে যারা দুটো রাজ্যে সরকার গঠন করবে। সেটাই হবে দলের টার্নিং পয়েন্ট, বলছেন সুস্মিতা দেব।

দেখুন তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকার:

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Sushmita Dev

আরো দেখুন