দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হাওড়ায় ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব! পড়ল নেতার বিরুদ্ধে পোস্টার

September 23, 2021 | 2 min read

ফের প্রকাশ্যে এল হাওড়ায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব। রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে সম্প্রতি পোস্টার পড়ে হাওড়া শহরের একাধিক জায়গায়। সেই পোস্টারে বিজেপি রাজ্য সম্পাদক সঞ্জয় সিংকে গদ্দার বলে আখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ‘বাঙালি বিদ্বেষী’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। পোস্টারের তলায় লেখা হয়েছে, হাওড়া সদর কর্মিবৃন্দ। তাতে দাবি করা হয়েছে, গেরুয়া শিবিরের ওই রাজ্য নেতা বেআইনি নির্মাণের বেতাজ বাদশা। তৃণমূলের সঙ্গে যোগসাজশ রেখে বিজেপির সঙ্গে গদ্দারি করছেন। হানি ট্র্যাপ করে ক্যামেরাবন্দি নেতাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে সঞ্জয় সিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি। তবে পোস্টারটি বছর দু’য়েক আগের বলে মন্তব্য করেছেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা। তিনি বলেন, অনেক দিনের পুরনো পোস্টার। নতুন করে দেখা গিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আর গোটা বিষয়টি তৃণমূলের তরফেই করা হয়েছে। সাধারণ সম্পাদককে নিয়ে যা যা অভিযোগ তোলা হয়েছে, তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। রাজনৈতিক মহল অবশ্য বলছে, এই ঘটনা যে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল নয়, তা হলফ করে বলা যায় না। কারণ সম্প্রতি উত্তর হাওড়াতে ভোট-পরবর্তী বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা ও কর্মীদের মধ্যে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় জখম হন চারজন বিজেপি কর্মী। উত্তর হাওড়ার সালকিয়া নন্দীবাগানের একটি প্রেক্ষাগৃহে বিজেপির পক্ষ থেকে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। 

ওই বৈঠকে উত্তর হাওড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর পরাজয় এবং বর্তমান সংগঠনের হাল-হকিকত নিয়ে দলীয় স্তরে আলোচনার ব্যবস্থা করা হয়। বৈঠক চলাকালীন উত্তর হাওড়ার যুব মোর্চা সভাপতি রাজু দাস এবং বেশ কয়েকজন কর্মী রাজ্য এবং জেলা নেতাদের কাছে সরাসরি কিছু প্রশ্ন করেন। এরপরেই বিধানসভা ভোটে উত্তর হাওড়ার বিজেপির প্রার্থী উমেশ রাই এবং বেশ কয়েকজন দলীয় নেতা ওই চারজন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #bjp

আরো দেখুন