রাজ্য বিভাগে ফিরে যান

উৎসবের মরসুমে গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল সংক্রমণ, স্বস্তি সুস্থতায়

September 27, 2021 | 2 min read

শিয়রে উৎসবের মরসুম। তার আগে রয়েছে ভোটও। তবু করোনার (Corona Virus) আতঙ্কে ভুগছে শহরবাসী। এমন পরিস্থিতিতে সোমবার স্বস্তি দিল রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে বেড়েছে মৃত্যু।

এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৫৬ জন।  সবমিলিয়ে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।

Kerala's Covid cases up 30% in 24 hours as government flags 'Onam spike'

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৭৬ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় অনেকটা কমেছে এই জেলার সংক্রমণ। অনেক দিন পর ১০০-এর নিচে নেমেছে কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৭২ জন। অর্থাৎ কমেছে ওই জেলার সংক্রমণও।

WB Health Commission takes strict action against 3 hospitals for allegedly taking extra bill from COVID-19 Patients

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৩৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৩১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৭৩ শতাংশ। রবিবারের তুলনায় কমেছে সংক্রমণের হার। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৫ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনার বলি ৪। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৭৫১ জন। একদিনে করোনাকে হারিয়ে করে ঘরে ফিরেছেন ৫৫৬ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৪০ হাজার ৫৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid19

আরো দেখুন