দেশ বিভাগে ফিরে যান

জি-সোনির সংযুক্তিকে ভাঙতে চাইছে ইনভেসকো? চাঞ্চল্য

September 27, 2021 | 2 min read

 

গত সপ্তাহে সংশ্লিষ্ট গোটা বাজারটাই ZEE Entertainment Enterprises Limited (ZEEL)-এর সঙ্গে Sony Pictures Networks India (SPNI)-র মেগা সংযুক্তিকরণকে দু’হাত তুলে স্বাগত জানিয়েছিল। Invesco কিন্তু  ZEEL-এর বোর্ডের পরিবর্তন নিয়ে যে প্রস্তাব তুলেছিল তা থেকে সরছে না।

Invesco-র অবশ্য না আছে বিনোদন জগতের সঙ্গে কাজের কোনও অভিজ্ঞতা, না আছে এ বিষয়ে কোনও সুচিন্তিত পরিকল্পনাও। তাই এ ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তা হলে ঠিক কী কারণে তারা এই অবস্থান নিয়েছে? ZEEL board-য়ে বিনোদন জগতের ”হু’জ হু’র” ছড়াছড়ি, এদিকে Invesco-র পক্ষে এমন কোনও ‘বিগ নেম’ই নেই, যাঁর বা যাঁদের এই মিডিয়া এবং এন্টারটেনমেন্ট জগতে কাজের বড়রকম অভিজ্ঞতা রয়েছে। তা হলে এত দড়ি টানাটানি কেন?

এক ঝলকে বোর্ড গঠন বিষয়ে ইনভেসকো’র প্রস্তাবটি দেখে নেওয়া যাক। পাশাপাশি দেখে নেওয়া যাক তাদের বোর্ডে কে কে আছেন।  

সুরেন্দ্র সিং সিরোহি (Surendra Singh Sirohi)

–মিডিয়ায় আগের কোনও অভিজ্ঞতা নেই। হাতেগোনা কয়েকটি কোম্পানিতে কাজের অভিজ্ঞতাই সম্বল। যেমন এখন তিনি HFCL-এর বোর্ডে আছেন।  

অরুণ শর্মা (Aruna Sharma)

–দু’বছরের জন্য Jindal Steel-এর ‘ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ ছিলেন। এখন Welspun Enterprises-এ  ‘ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’। তাঁকে নিয়ে বিতর্কও আছে। কিছু কোম্পানিকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

ন্যয়না কৃষ্ণমূর্তি (Naina Krishnamurthy)

–মিডিয়া এবং এন্টারটেনমেন্ট জগতে কোনও অভিজ্ঞতাই নেই। তালিকাভুক্ত কোম্পনির ক্ষেত্রেও কাজের অভিজ্ঞতা সীমায়িত।

রোহন ধামিজা (Rohan Dhamija) 

–কোনও তালিকাভুক্ত কোম্পানিরই বোর্ডে থাকার অভিজ্ঞতা নেই। মিডিয়া এবং এন্টারটেনমেন্ট জগতেও কোনও অভিজ্ঞতা নেই।

শ্রীনিবাস রাও আড্ডেপাল্লি (Srinivasa Rao Addepalli)

–টাটা গ্রুপের বাইরে বলার মতো তেমন অভিজ্ঞতা নেই। 

গৌরব মেহতা (Gaurav Mehta)

–তালিকাভুক্ত কোম্পানিতে কাজের অভিজ্ঞতা নেই। ‘রাইনে অ্যাডভাইসরস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত।

এই প্রেক্ষিতে Invesco-কে নিয়ে Zee Business বেশ কিছু কড়া প্রশ্নও তুলেছে। সেগুলি এরকম:

-Invesco যে বোর্ড মেম্বারদের নাম প্রস্তাব করছে, মিডিয়া, ডিজিটাল বা টেক-জগতে তাঁদের বলার মতো তেমন অভিজ্ঞতা কোথায়?

–তাঁদের ‘মার্জার’, ‘অ্যাকুইজিশন’ বা ‘অ্যাপ্রুভালে’র অভিজ্ঞতাই-বা কই? 

–১৮ শতাংশ শেয়ার না থাকা সত্ত্বেও কী ভাবে ইনভেসকো বোর্ড সদস্যের ৬টি সিট পেতে পারে?

–ইনভেসকো কী ভাবে ভুলে যাচ্ছে, তারা স্রেফ Financial Investor, Strategic Investor নয়?

–বিষয়টি নিয়ে যদি Invesco-র তেমন সুসংবদ্ধ কোনও পরিকল্পনাই না থাকে তা হলে কেন তারা ZEEL-Sony-র এই ‘মহা-সংযুক্তি’কে ভেঙে দিতে চাইছে?

–তা হলে কি ধরে নিতে হবে, বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা প্ররোচিত হয়েই Invesco একটা প্রতিষ্ঠিত ভারতীয় ব্র্যান্ডকে নড়বড়ে করে দিতে চাইছে? 

TwitterFacebookWhatsAppEmailShare

#Zee Entertainment Enterprises, #Sony Pictures Networks, #Invesco

আরো দেখুন