তথ্য যাচাই বিভাগে ফিরে যান

মোদীকে বিশ্বের ‘শেষ আশা’ আখ্যা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস? জানুন আসল সত্য

September 29, 2021 | 2 min read

দাবি

আন্তর্জাতিক সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’ এর প্রথম পাতার একটি স্ক্রিনশট সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তাতে বড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপা হয়েছে। হেডলাইনে লেখা রয়েছে, ‘শেষ আশা’। আর তার নীচে লেখা, ‘পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং প্ৰিয় নেতা আমাদের আশীর্বাদ করতে এসেছেন’।

বিজেপির যুব শাখার সাধারণ সম্পাদক রোহিত চাহালও ছবিটি রিটুইট করেছেন।

‘মোদীজি নিউইয়র্ক টাইমসের প্রথম পাতায়। এর থেকে গর্বের বিষয় আর কী হতে পারে!’ এমন লেখার সাথে এই ছবিটি ব্যাপকভাবে হোয়াটস্যাপে শেয়ার করেছেন অনেকেই।

সত্যতা

ছবিটি আদৌ নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতার নয়। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমসে নরেন্দ্র মোদীকে নিয়ে কোন খবরই প্রকাশিত হয়নি। সংবাদপত্রের তরফেও সামাজিক মাধ্যমে এইরকম কোনও প্রতিবেদন শেয়ার করা হয়নি। এমনকি স্ক্রিনশটে ব্যবহৃত হরফের সাথে নিউ ইয়র্ক টাইমসে ব্যবহৃত হরফের কোনও মিল নেই।

এই ছবিটি যে ভুয়ো সেটি নিউইয়র্ক টাইমসের তরফেও টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Narendra Modi, #fake News

আরো দেখুন