খেলা বিভাগে ফিরে যান

ভারতীয় ফুটবলপ্রেমীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব

October 13, 2021 | 2 min read

বাংলা তথা ভারতীয় ফুটবলপ্রেমীদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব। চেলসি (Chelsea), ম্যাঞ্চস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার পুজো উপলক্ষে অভিনব শুভেচ্ছা বার্তা পোস্ট করল নিজেদের সরকারি ফেসবুক পেজে। যা দেখে আপ্লুত ভারতীয় সমর্থকরা।

ইংলিশ ক্লাবগুলির শুভেচ্ছাবার্তাগুলির মধ্যে আলাদা করে নজর কেড়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব তথা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের ফেসবুক পেজে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করেছে চেলসি ফুটবল ক্লাব। তাঁর সামনে বিভিন্ন মুদ্রায় দেখা যাচ্ছে ক্লাবের অন্যতম সেরা তারকা মেসন মাউন্ট, সিজার আজপিলিকুয়েতা এবং ট্রভর চালোবাকে। সঙ্গে রয়েছেন খোদ চেলসির চ্যাম্পিয়ন কোচ টমাস টুখেল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, চেলসির পোস্ট করা ছবিটিতে বাংলায় লেখা ‘শুভ দুর্গা পূজা’।

Durga Puja 2021: English clubs wishes Indian fans

একইভাবে দুর্গাপুজোর (Durga Puja) শুভেচ্ছা জানিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও। তাঁরাও নিজেদের সরকারি ফেসবুক পেসে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছাবার্তা দিয়েছে।

Durga Puja 2021: English clubs wishes Indian fans

একইভাবে দুর্গাপুজোর (Durga Puja) শুভেচ্ছা জানিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও। তাঁরাও নিজেদের সরকারি ফেসবুক পেসে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছাবার্তা দিয়েছে।

Durga Puja 2021: English clubs wishes Indian fans

দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব। বাঙালির হৃদয়ে, মননে দুর্গাপুজোর বিশেষ স্থান রয়েছে। এসব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে বাংলা বা বাঙালির গণ্ডি পেরিয়ে পুজো যে বিশ্বজনীন হয়েছে, তার প্রমাণ মিলল ব্রিটিশ ক্লাবগুলির শুভেচ্ছাবার্তাতেই। যদিও ব্রিটিশ ক্লাবগুলির ভারতীয় সমর্থকদের মনজয় করার এই চেষ্টার আরও একটা কারণ আছে। ভারত ফুটবলের জন্য বিশাল বাজার। হাজার হাজার ফুটবলপ্রেমী রাত জেগে ইউরোপের ফুটবল ফলো করেন এদেশে। ভারতের এই বিশাল বাজার দখল করতেই এই চেষ্টা  বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন