বিনোদন বিভাগে ফিরে যান

কৃত্রিম পা খুলে দেখাতে হয় প্রতিবার! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ সুধা চন্দ্রনের

October 23, 2021 | < 1 min read

প্রত্যেকবার বিমানবন্দরে সিকিওরিটি চেকিংয়ের সময় তাঁকে সমস্যায় পড়তে হয়। কারণ অভিনেত্রী তথা ভারতনাট্যম শিল্পী সুধা চন্দ্রন কৃত্রিম পা ব্যবহার করেন। প্রত্যেকবার বিমানবন্দরে আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। এবারে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই ঘটনার প্রতিবাদ করলেন তিনি। বিমানবন্দরে রেকর্ড করা ওই ভিডিওতে সুধা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলছেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় আধিকারিকদের কাছে আমি একটা অনুরোধ করছি, প্রত্যেকবার বিমানবন্দরে সিকিওরিটি পরীক্ষার সময় আমাকে বাধা দেওয়া হয়। আমার কৃত্রিম পায়ের জন্য ওঁদের ইটিডি (এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর) পরীক্ষা করতে বললেও ওঁরা আমাকে কৃত্রিম পা খুলে দেখাতে বলেন।

মোদীজি এটা কি বারবার কোনও মানুষের পক্ষে করা সম্ভব?’ ওই ভিডিওতে প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা যাঁরা কৃত্রিম পা ব্যবহার করেন তাঁদের জন্য একটি বিশেষ কার্ড চালু করার অনুরোধ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী, যাতে বারবার সিকিওরিটি পরীক্ষার সময় এই সমস্যা এড়ানো সম্ভব হয়। ‘প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যাতে তিনি প্রবীণ নাগরিকদের মতো আমাদের কোনও বিশেষ কার্ডের ব্যবস্থা করে দেন,’ বলেছেন সুধা। উল্লেখ্য, ১৯৮১ সালে মাত্র ১৬ বছর বয়সে এক মারাত্মক দুর্ঘটনার শিকার হন সুধা। শরীরে পচন রুখতে ডাক্তাররা তাঁর ডান পা কেটে বাদ দিতে বাধ্য হন। যদিও পরে বিমানবন্দরে দায়িত্বে থাকা সিআইএসএফ-এর তরফে সুধা চন্দ্রনের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Bollywood, #sudha chandran

আরো দেখুন