রাজ্য বিভাগে ফিরে যান

‘শুভেন্দুর প্রতি দিলীপদার খোলা চিঠি’, বিজেপির ভাঙনে শুভেন্দুকে কটাক্ষ কুণালের

November 1, 2021 | < 1 min read

রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়তেই দিলীপ ঘোষ দলবদলুদের তোপ দেগে ফেসবুক পোস্ট দিয়েছিলেন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পোস্টে লেখা, ‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।’ আর দিলীপ ঘোষের সেই পোস্টটিকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

উল্লেখ্য, তৃণমূল ভাঙিয়েই নির্বাচনের আগে ফুলে ফেঁপে উঠেছিল বিজেপি। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, মিহির গোস্বামী, সুনীল মণ্ডলসহ বহু নেতা নাম লিখিয়েছিলেন বিজেপিতে। এর মধ্যে মুকুল রায়, সব্যসাচী দত্ত, সুনীল মণ্ডল, রাজীবরা ফিরে গিয়েছেন তৃণমূলে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে শুভেন্দু অধিকারী হয়েছেন বিজেপির ‘মুখ’। রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দলনেতাকে এবার দিলীপ ঘোষের পোস্ট দিয়েই খোঁচা মারলেন কুণাল ঘোষ। দিলীপের পোস্টটি রিটুইট করে কুণাল লেখেন, ‘শুভেন্দুর প্রতি দিলীপদার খোলা চিঠি।’ শুভেন্দুকে কুণাল মনে করালেন যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনিও।

পাশাপাশি গতকাল ত্রিপুরায় তৃণমূলের ‘পরিকল্পনা’ নিয়ে কটাক্ষ করায় পালটা জবাবও দেন কুণাল। টুইট করে লেখেন, ‘বাংলার বিধানসভা ভোটের আগে গোটা দেশ থেকে বিমানে, হেলিকপ্টারে, স্পেশাল ফ্লাইটে, ( সম্ভবত সাবমেরিনেও) সব রাজ্যের জেঠুদের আনার পরেও গোহারা হেরেছিলেন। ত্রিপুরার বিপ্লব দেবও কুৎসা করতে গেছিলেন। তারপরেও কথা? ত্রিপুরার মানুষের ভোটেই বিজেপি হারবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #dilip ghosh, #Kunal Ghosh, #Trinamool Congress, #bjp

আরো দেখুন