দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় সংখ্যালঘু বিরোধী হিংসার ঘটনায় অবশেষে পদক্ষেপ মানবাধিকার কমিশনের

November 2, 2021 | < 1 min read

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষিতে ভারতের ত্রিপুরাতেও সংখ্যালঘুদের সম্পত্তির ওপরে হামলা হয়েছে। গত সপ্তাহে এই নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা সাকেত গোখলে। সেই অভিযোগ আজ নথিভুক্ত করেছে মানবাধিকার কমিশন। আজ এমনটাই টুইট করে জানালেন সাকেত। বিপ্লব দেব সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে লড়াই করারও অঙ্গীকার জানালেন তিনি।

দুর্গাপুজোর সময় কুমিল্লার ঘটনার জের এসে পড়ে ত্রিপুরায়। কয়েকদিন আগেই ত্রিপুরার বেশ কিছু এলাকায় পরিবেশ উত্তাল হয়ে ওঠে। এর পর বুধবার ১৪৪ ধারা জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে। দাবি করা হয়, মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সেদিন। তবে পুলিশ এটাকে নিছক গুজব বলে দাবি করেছে। স্থানীয় লোকজনের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরার চামটিলা এলাকায় অজ্ঞাত কয়েকজন লোক মসজিদ ও দোকান ভাঙচুর করে।

আর এই ঘটনার প্রতিবাদেই মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন সাকেত।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #Violence, #National Human Rights Commission

আরো দেখুন