দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

খড়দহে কাজলের মার্জিন টপকালেন শোভনদেব, দ্বিতীয় স্থানে বামেরা

November 2, 2021 | < 1 min read

এ যেন বামেদের সান্ত্বনা পুরস্কার! একুশের নীলবাড়ির লড়াইয়ে খড়দহ কেন্দ্রে তৃতীয় স্থানে শেষ করেছিলেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস। এবার উপনির্বাচনে খড়দহে তৃণমূল প্রার্থীর চেয়ে বহু পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তৃতীয় স্থানে বিজেপি।

প্রসঙ্গত, তৃণমূলের কাজল সিংহের মৃত্যুতে খড়দহ কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী করেছে রাজু পালকে। অন্য দিকে দেবজ্যোতি দাস, সিপিএম প্রার্থী হিসেবে একুশের নীলবাড়ির লড়াইয়ের পর লড়ছেন এবারও।

প্রাথমিক প্রবণতা বিচার করলে বাকি তিন কেন্দ্রের সঙ্গে খড়দহের ফলাফলে বিশেষ কোনও পার্থক্য নেই। তবে সাম্প্রতিক কালে সম্ভবত এই প্রথম, প্রাথমিক প্রবণতা অনুযায়ী প্রথম কয়েক রাউন্ডের গণনায় বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থীর উঠে আসা।

এখনও পর্যন্ত খড়দহ কেন্দ্রে ১২ রাউন্ড ভোট গণনা শেষে তৃণমূল প্রার্থী শোভনদেব এগিয়ে প্রায় ৬২ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপিকে সরিয়ে উঠে এসেছেন বাম প্রার্থী দেবজ্যোতি। প্রথম সাত রাউন্ড গণনা শেষে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থীকে ১,১০৫ ভোটে পিছনে ফেলে এগোচ্ছেন। তবে শোভনদেবের ধারেকাছে নেই বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Sovandeb Chattopadhyay, #Khardaha

আরো দেখুন