রাজ্য বিভাগে ফিরে যান

আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

November 18, 2021 | < 1 min read

আজ প্রশাসনিক বৈঠক করতে হাওড়ায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Howrah)। শরৎ সদনে (Sarat Sadan) দুপুর ১টায় ওই প্রশাসনিক বৈঠক হবে। বৈঠকে জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলাশাসক, নগরপাল-সহ পুলিশ ও প্রশাসনের কর্তা, হাওড়া (Howrah) ও উলুবেড়িয়া পুরসভার (Uluberia Municipality) মুখ্যপ্রশাসকরা উপস্থিত থাকবেন।

জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Howrah)। প্রকল্প রূপায়ণে কোথাও কোনও খামতি রয়েছে কি না, কীভাবে চলছে বিভিন্ন প্রকল্পের কাজকর্ম তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় কিছু নির্দেশও দেবেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। সেই কারণেই এখন জেলা প্রশাসনের কর্তাদের ব্যস্ততা তুঙ্গে।

ইতিমধ্যেই জেলাশাসক মুক্তা আর্য (Mukta Arya) বিভিন্ন প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়ে এডিএম (ADM) ও বিডিওদের (BDO) সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। ২১-এর বিধানসভা ভোটের পর এই প্রথম হাওড়ায় (Howrah) প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। স্বভাবতই জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বিভিন্ন প্রকল্পের কাজকর্ম নিয়ে কী নির্দেশ দেন তা শোনার জন্য উৎসুক হয়ে রয়েছেন।

জেলাশাসক মুক্তা আর্য জানান ‘‘আমরা সমস্ত প্রকল্প ধরে ধরে কাজের সর্বশেষ পরিস্থিতি কী জায়গায় রয়েছে তা তৈরি রেখেছি। মুখ্যমন্ত্রী সেগুলি যেমনটা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #howrah

আরো দেখুন