পুরভোট নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের
November 22, 2021 | < 1min read
আজ, সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা ও হাওড়া পুরসভার আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে রাজনৈতিক দলগুলির প্রতিনিধির সঙ্গে কমিশনের বৈঠকের রীতি রয়েছে। সেই মতোই সোমবার রাজ্যের স্বীকৃত ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সহ অন্যান্য আধিকারিকরা। বিকেল ৪টে নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করার জন্য কমিশনের কাছে সুপারিশ করেছে রাজ্য। সর্বদলীয় বৈঠক ডাকা হলেও পুরসভা নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা বিচারাধীন আছে। আগামী ২৪ নভেম্বর শুনানি।