দেশ বিভাগে ফিরে যান

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বঙ্গ বিজেপি

December 13, 2021 | < 1 min read

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। ওই মামলা ফিরিয়ে দিল শীর্ষ আদালত। সু্প্রিম কোর্ট জানিয়েছে, পুরভোটের বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করুক বিজেপি।

গত সপ্তাহেই শীর্ষ আদালতে একটি বিশেষ অবসরকালীন বেঞ্চে আবেদন জানায় রাজ্য বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের দাবি, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যের মতো নয়। ‘ভোট পরবর্তী হিংসা’র প্রসঙ্গ টেনে বিজেপি-র বক্তব্য, কলকাতা পুরভোট স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে করাতে হলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই। এই বিষয়টি নিয়ে কমিশনেরও দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতৃত্ব।

সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গাভইয়ের বেঞ্চ ওই মামলাটি খারিজ করে দেয়। বিজেপি-কে আগে কলকাতা হাই কোর্টে আবেদন করার নির্দেশ দেন বিচারপতিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP Bengal, #kmc elections, #supreme court

আরো দেখুন