কলকাতা বিভাগে ফিরে যান

আজ মরসুমের শীতলতম দিন, কলকাতায় পারদ নামবে ১৬ ডিগ্রিতে

December 13, 2021 | < 1 min read

আজ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে শীতের আমেজ মিলবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের ধারণা, চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১৪ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। ১৮ ডিগ্রির আশপাশেই ছিল। তবে এবার উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে হাওয়া সক্রিয় হওয়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে ছিল। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি চলে আসতে পারে। গত ১০ বছরের পরিসংখ্যান বলছে, কলকাতায় ডিসেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে থাকার নজির রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। ১৯৬৬ সালের ২২ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বকালীন রেকর্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Weather forecast, #Cold

আরো দেখুন