দেশ বিভাগে ফিরে যান

নতুন বছরের শুরুতে ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

December 20, 2021 | 2 min read

নতুন বছরের শুরুতে ফের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। দু-দিনের সফরে ২ জানুয়ারি আগরতলায় পৌঁছবেন অভিষেক। দলীয় নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার জানান, ত্রিপুরায় (Abhisekh Banerjee) সদ্যসমাপ্ত পুরভোটকে কেন্দ্র করে তাঁদের একাধিক নেতা-কর্মীর ওপর হামলা হয়েছে। মিথ্যে মামলা দেওয়া হয়েছে। দু-দিনের ত্রিপুরা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত নেতা-কর্মীর সঙ্গে দেখা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারাণ সম্পাদকের আরও কিছু রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। তবে, সফরের বিশদ কিছু এদিন জানাননি রাজীব।

বড়দিনের ছুটিতে ২৬ ডিসেম্বর গোয়া সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ত্রিপুরায় যেতে পারেন এমনটা শোনা যাচ্ছিল। সোমবার রাজীব বন্দ্যোপাধ্যায় অভিষেকের ত্রিপুরা সফরের দিনক্ষণ নিশ্চিত করেন। তবে, গোয়া থেকেই অভিষেক ত্রিপুরায় চলে যাবেন, নাকি কলকাতায় ফিরে তারপর ত্রিপুরায় যাবেন, তা জানা যায়নি।

তৃণমূল শিবির সূত্রে খবর, বড়দিনের উৎসবের আবহে জনসংযোগের কাজটা সেরে ফেলতে চাইছেন অভিষেক। গোয়ায় বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কথা বলবেন। দিন কয়েক আগেই গোয়া থেকে ফিরেছেন মমতা এবং অভিষেক। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গোয়ায় তিন দশকের বিজেপি শাসনের একমাত্র বিকল্প তৃণমূল এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট।’ সেখানকার আরও কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে গ্রহণযোগ্যতা বাড়াতে উত্তর-পূর্বের একাধিক রাজ্যকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া, মেঘালয় সহ একাধিক রাজ্যে কংগ্রেসের ঘর ভেঙে নিজের পায়ের নীচের জমি তৈরি করছে বাংলার শাসকদল। লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্ট হিসেবে বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

এ দিকে ত্রিপুরাজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে সোমবার রাজ্যের প্রতিটি মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সুবল ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #abhishek banerjee

আরো দেখুন