দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শান্তিনিকেতনে শুরু বিকল্প পৌষমেলা, জানেন কতদিন চলবে?

December 23, 2021 | 2 min read

আজ ৭পৌষ। বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর আদলে শুরু হচ্ছে শান্তিনিকেতনে বিকল্প পৌষমেলা। ‘বিকল্প’ হলেও বিশ্বভারতীর পৌষমেলার ঐতিহ্যের দিক দিয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না উদ্যোক্তারা। তার জন্য বোলপুরে জেলা পরিষদের ডাকবাংলো ময়দানের মেলায় গড়া হয়েছে বাউল মঞ্চ, বসেছে নাগরদোলা। এমনকী বৈতালিক, খ্রিস্ট উৎসবের মতো বিশ্বভারতীর ঐতিহ্যবাহী অনুষ্ঠানও পালিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধনেও থাকছে চমক। বিশ্বভারতীর ক্যাম্পাস ছাতিমতলা থেকে শুরু হবে উদ্বোধনী পদযাত্রা। উদ্বোধনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলার বিধায়করা ছাড়াও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপনকুমার দত্ত, প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টরা উপস্থিত থাকবেন। বুধবার শেষপর্বের প্রস্তুতি চলে। নিরাপত্তার যাতে কোনও খামতি না থাকে সেদিকে কড়া নজর রেখেছে জেলা পুলিস ও প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

এসে গেল পৌষ মেলা

গত বছরের মতো এবারও বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করা থেকে বিরত থাকায় মেলা করার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল বাংলা সংস্কৃতি মঞ্চ, বোলপুর ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্প সমিতি। এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে বোলপুরের অর্থনীতির বিষয়। তাই সেখানে পুরোমাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বোলপুর পুরসভা ও জেলা প্রশাসন। ফলে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন উদ্যোক্তারা। মেলায় ৫০০টি স্টল বসানো হয়েছে। বাউল-ফকিরদের জন্য আখড়া করা হয়েছে। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষে মনীষা বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলাম বলেন, বাউল মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মেলায় যানজট এড়াতে তৎপর পুলিস ও স্থানীয় পুরসভা। চিত্রা মোড় থেকে শুরু করে শান্তিনিকেতন রোডের বিভিন্ন প্রান্তে গাড়ি ও টোটো নিয়ন্ত্রণ করতে ব্যারিকেড বসানো হয়েছে বলে পুরসভার প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন।

এসে গেল পৌষ মেলা

বিশ্বভারতীর পৌষমেলার মাঠে এবার মেলা না হওয়ায় কিছুটা মন খারাপ হয়েছিল বোলপুরের ক্ষুদ্র কুটিরশিল্পী, ব্যবসায়ী ও বাউল শিল্পীদের। কিন্তু বাংলা সংস্কৃতি মঞ্চ ও ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে বিকল্প পৌষমেলার আয়োজন করায় খুশি জেলার বাসিন্দা ও পর্যটকরা। আপ্লুত বাউল শিল্পীরাও। শান্তিনিকেতনের প্রবীণ বাউলশিল্পী তরুণ দাস বাউল বলেন, বিশ্বভারতী মেলার আয়োজন না করায় দুঃখ পেয়েছিলাম। তবে বিকল্প মেলা হওয়ায় আমরা খুশি। কবিগুরুর নামে যেখানেই মেলা হবে আমরা সেখানে হাজির হয়ে যাব।

এসে গেল পৌষ মেলা

বুধবার সন্ধ্যায় বিশ্বভারতীর ঐতিহ্য মেনে বৈতালিকের আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই বৈতালিকে পা মেলান বিশ্বভারতীর বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারাও। অন্যদিকে, বিশ্বভারতী নিজস্ব রীতি ও ঐতিহ্য মেনে বুধবার রাত ৯টায় শান্তিনিকেতন প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে পৌষ উৎসবের শুভ সূচনা করে। যার আনুষ্ঠানিক উদ্বোধন আজ সকাল ৭টায় শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে। তবে সেখানে প্রবেশে নিয়ন্ত্রণের পাশাপাশি বিশ্বভারতীর পোশাক বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Santiniketan Poush Mela 2021

আরো দেখুন