স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন কম, বলছে গবেষণা

December 24, 2021 | < 1 min read

ওমিক্রন যতই সংক্রামক হোক, মারণ ক্ষমতার দিক দিয়ে এটা নেহাতই ঢোঁড়া সাপ। ব্রিটেনের অন্তত দু’টি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন স্কটল্যান্ডের গবেষকরা। অন্যটি ইংল্যান্ডের গবেষকদের। তাঁদের মতে, ওমিক্রনে আক্রান্তদের হাসাপাতালে ভর্তির প্রয়োজনও অনেক কম। 

নভেম্বর এবং ডিসেম্বর নাগাদ করোনার সংক্রমণ নিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন স্কটল্যান্ডের গবেষকরা। সেই তথ্যের ভিত্তিতে ওমিক্রনের সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনা টেনেছেন তাঁরা। গবেষকদের মতে, ‘ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা দুই-তৃতীয়াংশ কম।’ গবেষকরা আরও জানিয়েছেন, বুস্টার ডোজ দিয়ে ওমিক্রনের বিরুদ্ধে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। তবে গবেষকরা স্বীকার করেছেন, অল্প কয়েকজনের কাছ থেকেই তাঁরা তথ্য সংগ্রহ করেছিলেন। এই খামতি পুষিয়ে নিতে তাঁরা বিশেষ পরিসংখ্যানের সাহায্য নিয়েছেন। স্কটল্যান্ডের গবেষক দলের অন্যতম সদস্য জিম ম্যাকমেনামিন বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি নিয়ে যে তথ্য উঠে এসেছে, তা খুবই গুরুত্বপূর্ণ।’ 

ইংল্যান্ডের গবেষকরা বলছেন, ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন ২০ থেকে ২৫ শতাংশ কম। ৪০ থেকে ৪৫ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ওমিক্রনে আক্রান্তদের একরাত বা তার বেশি হাসপাতালে থাকতে হয়েছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক আজরা ঘানি বলেন, ‘ওমিক্রনের হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব একটা নেই। তথ্যতে এটা আরও একবার প্রমাণিত হল। তবে ওমিক্রনের সংক্রামিত করার হার অনেক বেশি। বুস্টার ডোজ দিলে ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা বাড়ে।’ 

তবে ওমিক্রনের মারণ ক্ষমতা যতই কম হোক, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সতর্ক করে দিয়ে তাঁরা বলছেন, ওমিক্রন নিয়ে নিশ্চিন্তে বসে থাকার কারণ নেই। যে কোনও সময় প্রাণঘাতী হতে পারে এই ভ্যারিয়েন্ট। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Omicron

আরো দেখুন