রাজ্য বিভাগে ফিরে যান

দলের মহিলা নেতাকেই মারধরের অভিযোগ বঙ্গ বিজেপির বিধায়কের বিরুদ্ধে

December 27, 2021 | < 1 min read

এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ উঠলো৷ রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর এই ঘটনা ঘটেছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার৷

বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অর্ণব শূর ও বনগাঁ কালুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা শূরের অভিযোগ, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও তাঁর অনুগামীরা তাঁদের মারধর করেছে৷ তাঁদের বুকে, মাথায়, পিঠে গুরুতর আঘাত লেগেছে৷ আহত অবস্থায় তাদের বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, রবিবার সন্ধেয় কালুপুর এলাকায় বিজেপির কর্মী সম্মেলন ছিল। অভিযোগ, সেখানে নির্যাতিতা গেলে কালুপুরের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ-সহ স্থানীয় বিজেপি নেতা ও বিধায়ক অনুগামীরা তাদের মারধর করে৷ ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Women, #bjp, #Bengal BJP, #assault

আরো দেখুন