রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের অসাম্য দূর করার বার্তা তৃণমূলনেত্রীর

January 1, 2022 | < 1 min read

প্রায় আড়াই দশক। ১৯৯৮ সালের ১ জানুয়ারি নতুন দলের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অতঃপর পর পর তিন বার ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের শাসক দল এখনও তৃণমূল। দেশের বহু রাজ্যে শাখা বিস্তার করেছে দল।

প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী। লিখলেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’

পরে লেখেন, ‘নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’ একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দেন মমতা। লেখেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

পরে পৃথক টুইটে নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কোভিডবিধি মেনে উৎসবে সামিল হতেও অনুরোধ করেন।

আজকের দিনটি রাজ্যে পড়ুয়া দিবস পালনের পরিকল্পনা নিয়েছে রাজ্য। সেই উপলক্ষ্যেও ট্যুইটে সব পড়ুয়াদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘#StudentsDay উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই আশার আলো। আমি তোমাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তোমাদের সকল স্বপ্ন সত্যি হোক!

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Trinamool Congress, #TMC foundation day

আরো দেখুন