দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, তাপমাত্রা নামল ১২ ডিগ্রি

January 6, 2022 | < 1 min read

সকাল থেকেই কনকনে হাওয়া বইতে শুরু করায় ফের শীতকাতুরে হয়ে পড়ল দক্ষিণবঙ্গ। নীচের তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। কলকাতায় তা সাড়ে বারোর কাছে থাকলেও জেলাগুলিতে কোথাও কোথাও পারদ নেমেছে দশের নীচে। মঙ্গলবার পুরুলিয়া ছিল ৯.১ ডিগ্রি, পানাগড় ৯.৫ ডিগ্রি, শ্রীনিকেতনও ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই কামড় দিন দুয়েক থাকবে। শুক্রবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম হিমালয়ে পর পর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা রাজ করবে এই সপ্তাহে। যার জেরে থমকে যাবে উত্তুরে হাওয়া।

পরিসংখ্যান বলছে, নতুন বছরে এদিনই সর্বনিম্ন তাপমাত্রা এই প্রথম স্বাভাবিকের নীচে নামল। ফারাক এক ডিগ্রি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টানা দিন দশেক কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের কম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রির আশপাশে ছিল এদিন। রাজ্যে হিমালয় সংলগ্ন সমতল এলাকায় এদিন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, উত্তুরে হাওয়া জোরালো হওয়ায় তাপমাত্রা কমেছে। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার শীতের আমেজ এমনটাই থাকার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা জেরে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৫ ডিগ্রির উপরে উঠে যেতে পারে। ওই ঝঞ্ঝার জেরে রাজস্থানের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে। হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে তুষারপাত ও উত্তর-মধ্য ভারতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট করেছে তারা। তারপর কী হবে, তা ঝঞ্ঝার গতিপ্রকৃতির উপর নির্ভর করছে। তবে ঝঞ্ঝা কাটলে ফের শীত ফিরবে দক্ষিণবঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather Update

আরো দেখুন