দৈনিক সংক্রমণে সর্বকালীন রেকর্ড, গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ২৪,২৮৭!
শনিবারের পর রবিবার ফের একলাফে রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ বাড়ল অনেকটা। কলকাতা ছাড়া আরও চার জেলার ঊর্ধ্বমুখী কোভিড (COVID-19)গ্রাফ চিন্তা বাড়াল। রাজ্যের চার পুরনিগমের ভোটের আগে সেই জেলাগুলির সংক্রমণের হার উদ্বেগজনক। এই মুহূর্তে পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ। সুস্থতার হার ৯৪.৪২%।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) পরীক্ষা হয়েছে ৭১ হাজার ৬৬৪টি। যার মধ্যে ২৪ হাজার ২৮৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮০২ জন। করোনার (Corona) প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। তবে এই প্রথম ২৪ হাজারের সীমা পেরল। রাজ্যে পজিটিভিটি রেটও ঊর্ধ্বমুখী। শনিবার যা ছিল ২৯.৬০ শতাংশ। সূত্রের খবর, রবিবার এক লাফে তা বেড়ে হয়েছে ৩৩.৮৯ শতাংশ। স্বাস্থ্য দপ্তর সূত্রে বলছে, জেলার মধ্যে পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। শহরে সংক্রমণের হার ৪১.৯৩ শতাংশ। এরপরই রয়েছে বীরভূম, হাওড়া, হুগলী এবং পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রণের হার যথাক্রমে ৩৯.৭২, ৩৯.৬১, ৩৮.০১ এবং ৩৫.২৬।
গত ২৪ ঘণ্টায় দেশেও করোনা (Corona) আক্রান্তের সংখ্য়া বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য বলছে, একদিনে দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১। দেশে পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত। ৪১ হাজার ৪৩৪ মানুষ আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজার ১৮১ আক্রান্ত।