কলকাতা বিভাগে ফিরে যান

টাউন হলে ২৮ জানুয়ারি বসবে এবারের পুর-অধিবেশন

January 14, 2022 | < 1 min read

কলকাতা পুরসভার নতুন পুরবোর্ড গঠনের পর দ্বিতীয় অধিবেশন বসতে চলেছে টাউন হলে। আগামী ২৮ জানুয়ারি সেই অধিবেশন হবে। কলকাতা পুরসভার ইতিহাসে দ্বিতীয়বারের জন্য টাউন হলে পুর অধিবেশন বসতে চলেছে।

এর আগে ২০১৫ সালে শোভন চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান টাউন হলে হয়েছিল। সেটাই ছিল টাউন হলে কলকাতা পুরসভার কোনও বোর্ডের প্রথম অধিবেশন।

মূলত করোনা মহামারীর কারণে বিধি-নিষেধ মেনে অধিবেশন চালাতেই টাউন হলকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। এই অধিবেশন আগামী ১৯ জানুয়ারি পুরসভার অধিবেশন কক্ষেই হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে স্থান বদল করতে বাধ্য হয়েছে পুরসভার সচিবালয়।

পুরসভার অধিবেশন কক্ষে নির্দিষ্ট সংখ্যক চেয়ার রয়েছে। সেক্ষেত্রে দূরত্ব বজায় রেখে অধিবেশন চালানো সম্ভব নয়। টাউন হলের পরিসরে স্বাভাবিক অবস্থায় ৫০০-৬০০ মানুষ বসতে পারেন। তাই সেখানে অনায়াসে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদ সহ ১৪৪ জন জনপ্রতিনিধি শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে পারবেন বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Municipal Corporation, #KMC, #Meeting

আরো দেখুন