দেশ বিভাগে ফিরে যান

১লা ফেব্রুয়ারি থেকে শুরু সংসদে বাজেট অধিবেশন

January 15, 2022 | 2 min read

একদিকে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ। অন্যদিকে, দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই দুইয়ের মাঝে সংসদের আসন্ন বাজেট অধিবেশন নিয়ে জল্পনা-কল্পনা চলছিল চতুর্দিকে। এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতাও রয়েছে। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল এবার দুই দফায় হবে সংসদের বাজেট অধিবেশন ( Union budget 2022 )। তবে নিয়ম মতোই আগামী ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হবে।

দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণকে মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথম পর্বের অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর দীর্ঘ ব্যবধান। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোট গণনা শেষ হবে ১০ মার্চ। সেক্ষেত্রে সংসদের বাজেট অধিবেশনের দুটি পর্বের মাঝে মিটে যাবে পাঁচ রাজ্যের ভোট পর্ব।যদিও বাজেট অধিবেশন নিয়ে সরকারিভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে।বাজেট অধিবেশনের আগেই করোনা থাবা বসিয়েছে সংসদ ভবনে।

দিন কয়েক আগেই লোকসভা ও রাজ্যসভা সচিবালয় এবং সহযোগী পরিষেবায় যুক্তদের নিয়মমাফিক করোনা পরীক্ষা করানোর পর চক্ষু চড়কগাছ সকলের। দেখা যায়, ৪০০-র বেশি কর্মী সংক্রমিত। এখন প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে। নমুনা পাঠানো হয়েছে জিন পরীক্ষার জন্য।সূত্রের খবর, গত জানুয়ারি ৪ থেকে ৮ তারিখের মধ্যে নিয়মিত পরীক্ষায় রাজ্যসভার সচিবালয়ের ৬৫ জন কর্মী, লোকসভার সচিবালয়ের ২০০ জন কর্মী এবং সহযোগী পরিষেবার সঙ্গে যুক্ত ১৩৩ জন কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্বভাবতই বাজেট অধিবেশনের আগে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে কর্মচারীদের মধ্যে। সংক্রমণ বৃদ্ধির পরে, রাজ্যসভা সচিবালয় কর্মকর্তা এবং কর্মীদের উপস্থিতির উপর পুনরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ ভবনের স্বাস্থ্যবিধি বিষয়ক যাবতীয় পদক্ষেপ খতিয়ে দেখেছেন। গত সপ্তাহে ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু সংসদ ভবনে কর্মরত আধিকারিকদের আসন্ন বাজেট অধিবেশন নিয়ে পরিকল্পনা তৈরি করতে বলেছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রায় গোটা দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এমতাবস্থায় সংসদের অধিবেশন পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতায় অধিবেশন করতেই হবে। সে ক্ষেত্রে সংসদে প্রবেশের ক্ষেত্রে আরও বেশি করা বিধিনিষেধ জারি হতে পারে বলে অনেকেই মনে করছেন। এই অধিবেশনে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বাজেটও পেশ করবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Nirmala Sitharaman, #Budget session

আরো দেখুন