রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যজুড়ে নামল পারদ, আজ জানুয়ারির শীতলতম দিন

January 17, 2022 | < 1 min read

নতুন বছরের প্রথম মাসের শীতলত দিন হতে চলেছে আজ। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা দূর হতেই আকাশ পরিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গে। আর এই পরিস্থিতিতে দুই দিনের ব্যবধানেই অনেকটাই নিচে নামল তাপমাত্রার পারদ। আকাশের মেঘ দূর হতেই ফের একবার শীতের আমেজ অনুভব করতে শুরু করল বঙ্গবাসী। ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ থাকলেও বেলা বাড়তেই মিঠে রোদের দেখা মিলবে। আর রাত বাড়তেই তাপমাত্রা নামবে হু হু করে।

রবিবার রাতে কলতাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রিত, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। সোমবার পারদ আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ কলাকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হবে ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছিল হাওয়া অফিস৷

এর আগে বারংবার ঝঞ্ঝার প্রভাবে পৌষ মাশে শীতের খামখেয়ালিপনা সহ্য করতে হয়েছিল বঙ্গবাসীকে। তবে মাঘের শুরুতেই ফের ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিল শীত। আলিপুর আবহাওয়া দফতর বলছে আপাতত পশ্চিমী ঝঞ্ঝার চিহ্ন নেই৷ ফলে তাপমাত্রার পারদ নামবে৷ ফিরবে শীত৷ দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি ও উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পারদ নামার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে৷ পারদের এই পতন আগামী দুই তিনদিন অব্যাহত থাকবে৷ তবে সেই শীতের আমেজ দীর্ঘায়িত হবে কিনা, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #kolkata weather, #Weather Update, #winter in bengal

আরো দেখুন