দেশ বিভাগে ফিরে যান

পিএফ পেনশন ন্যূনতম ৫ হাজার করার দাবিতে বিজেপির বিরুদ্ধে পথে নামছে আরএসএস পরিচালিত সংগঠন

January 18, 2022 | < 1 min read

প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) অন্তর্ভুক্ত দেশের ৬৫ লক্ষ পেনশনভোগীর হয়ে দাবি আদায়ের জন্য এবার মোদী সরকারের বিরুদ্ধে পথে নামছে আরএসএস পরিচালিত সংগঠন বিএমএস। মাসিক পেনশন ন্যূনতম ৫ হাজার টাকা করার দাবিতে ২০ জানুয়ারি তারা দেশজুড়ে পিএফ অফিসের সামনে ধর্নায় বসবে। তারপর এব্যাপারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উদ্দেশে সর্বত্র স্মারকলিপি জমা দেওয়া হবে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসমিতি বৈঠকে বসে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। বিএমএসের সাধারণ সম্পাদক বিনয় সিনহা জানিয়েছেন, বর্তমানে ন্যূনতম পেনশনের পরিমাণ মাত্র ১ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে এই টাকায় কার্যত কোনও লাভই হয় না। বিশেষ করে প্রবীণদের চিকিৎসার খরচটুকুও ওঠে না। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানানো হচ্ছে। অর্থমন্ত্রীর সঙ্গে গত ডিসেম্বরে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকেও এই দাবি জানানো হয়। এবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএমএস। কেবল ন্যূনতম অঙ্কই নয়, সমস্ত পেনশনভোগীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবিও জানানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#provident Fund, #Bms, #Modi Government, #Nirmala Sitharaman

আরো দেখুন