কলকাতা বিভাগে ফিরে যান

মল্লিকবাজারের বন্ধ পার্ক শো হাউসে আগুন লাগা নিয়ে উঠছে প্রশ্ন

January 18, 2022 | < 1 min read

ছবি: সংগৃহীত

মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ মল্লিকবাজারের বন্ধ পার্ক শো হাউসে আগুন লাগে। হলের প্রোজেক্টার রুমের পাশে আগুন লাগে। কীভাবে আগুন লাগে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন।

করোনা বিধিনিষেধে ৫০ শতাংশ আসনে দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হলেও মল্লিকবাজারের এই সিনেমা হল বন্ধ ছিল। স্থানীয় এক ব্যাক্তির দাবি, অনেক দিন ধরে সিনেমা হলটি বন্ধ রয়েছে৷ নিরাপত্তারক্ষীও দেখা যায় না৷ সেই সিনেমা হলে বেলা দেড়টা নাগাদ আগুন লাগে৷ ঘনকালো ধোয়ায় আকাশ ঢেকে যায়৷ আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে৷ হলের পাশে হাসপাতাল রয়েছে৷ পিছনে ঝুপড়ি রয়েছে৷ ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায়৷ তবে, দমকলের ৫টা ইঞ্জিনের সাহায্যে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ হলের জানালার কাঁচ ভেঙে কালো ধোঁয়া বের করা হয়৷ হলের ভিতরের অংশে ক্ষতি হয়েছে৷ ছাদের অংশ ঝুলে পড়ে৷ খবর লেখা পর্যন্ত কোথাও কোথাও আগুন রয়েছে গিয়েছে৷ তা নেভানোর কাজ চলছে৷

হল মালিকের এক আত্মীয়ের বক্তব্য, হলের ভিতরে কেউ ছিল না৷ ঠিক তেমনি হলে কোনও রকম বিদ্যুৎ সংযোগ ছিল না৷ এর ফলে, আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ হল মালিকের আত্মীয়ের বক্তব্য, হলে কেউ আগুন লাগিয়েছে৷ বিদ্যুৎ না থাকলে শর্টসার্কিট থেকে আগুন লাগবে কীভাবে? তবে, দমকলের এক আধিকারিকের জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে৷ শীতল করার কাজ চলছে৷ তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়৷ তদন্তের প্রয়োজন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Fire, #Mallikbazar, #Park Show House

আরো দেখুন