ভোর থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতা-হাওড়ায়, ঠান্ডার আমেজ কমিয়ে বাড়ল তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস (WB Weather Update) সত্যি করে শনিবার সকাল থেকেই বৃষ্টি (Rain) শুরু হয়েছে কলকাতা-হাওড়ায়। এর জেরে এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, ভিজছে কলকাতার নানা প্রান্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তিলোত্তমা লাগোয়া জেলা হাওড়াতেও ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিট থেকে ২-৩ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়ার গতিপথ পরিবর্তন হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশেলের জেরেই মাঘে ভিজছে বাংলা।
হাওয়া অফিস জানিয়েছে, ২২ জানুয়ারি উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ২৩ এবং ২৪ জানুয়ারি দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যে। ফের কমবে তাপমাত্রা।