দেশ বিভাগে ফিরে যান

রাজনীতির স্বার্থে হিন্দুত্বকে ব্যবহার করে বিজেপি, জোটে নষ্ট ২৫ বছর, খেদ প্রকাশ উদ্ধব ঠাকরের

January 24, 2022 | 2 min read

রাজনীতির স্বার্থে হিন্দুত্বকে ব্যবহার করে বিজেপি৷ বিজেপি মানে হিন্দুত্ব নয়৷ ওদের সঙ্গে জোট করে শিবসেনার (Shiv Sena-BJP alliance) ২৫ বছর নষ্ট হয়েছে বলে খেদ প্রকাশ করলেন দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray)৷ তবে এবার মহারাষ্ট্রের গণ্ডি পেরিয়ে অন্য রাজ্যকে দলকে শক্তিশালী করার প্রয়াস শুরু হবে৷ পাশাপাশি জাতীয় রাজনীতিতে শিবসেনার গুরুত্ব বাড়াতে চান উদ্ধব ঠাকরে৷

মহারাষ্ট্রের ভূমিপুত্রদের অধিকার প্রতিষ্ঠায় ১৯৬৬ সালে শিবসেনা গঠন করেন বাল ঠাকরে৷ রবিবার ছিল তাঁর ৯৬ তম জন্মবার্ষিকী৷ বাল ঠাকরের ছেলে উদ্ধব এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ ওই দিন দলের কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় বিজেপির সঙ্গে জোট নিয়ে নিজের মনের কথা বলে ফেলেন৷ উদ্ধব মনে করেন, বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা ২৫ বছর সময় নষ্ট করেছে৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘শিবসেনা চেয়েছিল যাতে হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতার রাশ থাকুক৷ সেই জন্য বিজেপির সঙ্গে জোটে গিয়েছিল৷ সেনা কখনই ক্ষমতার লোভে হিন্দুত্বকে ব্যবহার করেনি৷’

তাঁর সংযোজন, ‘আমার খারাপ লাগে এটা ভাবে ওরা এক সময় আমাদের বন্ধু ছিল৷ জাতীয় স্তরে ওদের স্বপ্নপূরণে আমরা সাহায্য করেছি৷ আমাদের মধ্যে বোঝাপড়া ছিল, আমরা মহারাষ্ট্র সামলাব, ওরা জাতীয় রাজনীতির বিষয় নিয়ে মাথা ঘামাবে৷ কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷ মহারাষ্ট্রে শিবসেনাকে দুর্বল করার চেষ্টা হয়৷ একটু আগে যা বললাম, বিজেপির সঙ্গে জোট করে আমাদের ২৫ বছর সময় নষ্ট হয়েছে৷’

১৯৯৫ সালে দুই হিন্দুত্ববাদীর দলের যে জোট তৈরি হয়েছিল তা ২০১৯ সালে ভেঙে যায়৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দুই দলের টানাপড়েনের জেরে বিজেপির সঙ্গে জোট ভেঙে দেয় শিবসেনা৷ তাদের বিরুদ্ধ মতাদর্শে বিশ্বাসী কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট করে নেয়৷ সেই মহা বিকাশ অঙ্গাদি জোটের মুখ্যমন্ত্রী হন উদ্ধব৷ তাঁর কথায়, শিবসেনা বিজেপিকে ছেড়ে দিলেও হিন্দুত্বকে ছাড়েনি৷ বিজেপি মানে হিন্দুত্ব নয়৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Netaji Subhas Chandra Bose, #bjp, #politics, #Uddhav Thackeray, #Shiv Sena

আরো দেখুন