আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কপিরাইট আইন ভাঙার অভিযোগ গুগল সিইও-র বিরুদ্ধে

January 27, 2022 | < 1 min read

গুগল সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙার অভিযোগ দায়ের হল। মহারাষ্ট্রের এমআইডিসি থানায় এই অভিযোগ দায়ের করলেন চিত্র নির্মাতা সুনীল দর্শন।

শুধু সুন্দর পিচাইয়ের বিরুদ্ধেই নয়, অভিযোগ দায়ের হয়েছে আরও পাঁচ জনের বিরুদ্ধেও। কিন্তু কেন এই অভিযোগ? জানা গিয়েছে, ‘এক হাসিনা থি, এক দিওয়ানা থা’ ফিল্মটির কোনও স্বত্ত্ব ওই চিত্র নির্মাতা কাউকেই বিক্রি করেননি, তা সত্ত্বেও ইউটিউবে ছবিটি কপিরাইট আইন লঙ্ঘন করে আপলোড করা হয়েছে।

ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ছবিটি আপলোড করে বেশ কিছু লোক অর্থও উপার্জন করছে, যদিও সিনেমাটি স্বত্ব তাঁরই রয়েছে। বিষয়টি গুগলকে জানালেও গুগল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #sundar pichai, #copyright

আরো দেখুন