রাজ্য বিভাগে ফিরে যান

মমতাকে দিতেই হবে নিত্যদিনের উপদেশ? টুইটারে ব্লক হয়ে রাজ্যপাল এবার বাছলেন হোয়াটসঅ্যাপ?

January 31, 2022 | 2 min read

ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রী তাঁকে টুইটারে ব্লক করেছেন। তা বলে কি নিত্যদিনের উপদেশ-অভিযোগ বন্ধ করে দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়? একেবারেই না! টুইটারে ব্লক হয়ে নতুন রাস্তা নিয়েছেন ধনখড়। রাজ্যপালের নতুন অস্ত্র হোয়াটসঅ্যাপ। টুইটারে ব্লক হয়ে এবার মুখ্যমন্ত্রীকে তাই হোয়াটসঅ্যাপ করে বসলেন ধনখড়। শুধু তাই নয়, সেই হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা টুইটে শেয়ারও করেছেন তিনি। দাবি করেছেন, তাঁর পাঠানো মেসেজ মুখ্যমন্ত্রী পড়েছেন।

সোমবার করোনা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী জানান, তিনি রাজ্যপালকে টুইটার অ্যাকাউন্টে ব্লক করে দিয়েছেন। মমতার কথায়, ‘উনি বিরক্ত করতেন, তাই ব্লক করে দিতে বাধ্য হয়েছি।’ ঠিক কখন ব্লক করেছেন রাজ্যপালকে, তা জানাননি তিনি। তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন আজ সকালে। টুইটে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করতে না পেরেই কি হোয়াটসঅ্যাপ করলেন জগদীপ ধনখড়? সেই প্রশ্ন উঠছে।

প্রায় প্রতিটি টুইটেই মুখ্যমন্ত্রীকে ট্যাগ করতেন, করেছেন, তা কারও অজানা নয়। রাজ্যপাল নিজেও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করার কথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন। তবে টুইটে রাজ্যপালের আক্রমণের ঝাঁজটা জোরালো থাকত। মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজে তিনি কিন্তু একেবারেই নরম সুর অবলম্বন করেছেন। মুখ্যমন্ত্রীকে তিনি শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন। নিন্দুকেরা বলছেন, মুখ্যমন্ত্রী ব্লক করেছেন দেখেই হয়তো মিইয়ে পড়েছেন জগদীপ ধনখড়!

মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে রাজ্যপাল লিখেছেন, ‘সাংবিধানিক পদাধিকারীদের মধ্যে সুস্থ সম্পর্ক গণতন্ত্রের পক্ষে শুভ। এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা প্রস্ফুটিত হয়। আপনাকে ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা করি। আমি নিশ্চিত, আপনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।’ রাজ্যপালের দাবি, মুখ্যমন্ত্রী সকাল ১০টা ২৫ মিনিটে তাঁর পাঠানো মেসেজ দেখেছন। এর উত্তর আদৌ মুখ্যমন্ত্রী দিয়েছেন কি না, তা অবশ্য জানাননি ধনখড়।

রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন বলে জানানো পরেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল। সংবিধানকেই হাতিয়ার করে জবাবও দিয়েছেন জগদীপ ধনখড়। স্বভাবসিদ্ধ ঢঙে টুইটারে লিখেছেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫৯-এ বলা আছে, সাংবিধানিক নিয়মনীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না। দায়িত্বপ্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’ সংবিধানে আস্থা রাখার কথা আগেও একাধিকবার বলেছেন ধনখড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #WhtasApp, #Jagdeep Dhankhar

আরো দেখুন